ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইকবাল পারভেজের দুটি কবিতা

প্রকাশিত: ০৬:২৬, ৫ আগস্ট ২০১৬

ইকবাল পারভেজের দুটি কবিতা

সেনানিবাস আমার দেহে কিছু সৈন্য আছে রাতের অন্ধকারে ওরা বেরিয়ে পড়ে খোঁজে বেশ্যার ঘর, পানশালা, হৈ হুল্লোড় আমার দেহে অন্য একদল সৈন্য আছে অন্যায়ের বিরুদ্ধে, যুদ্ধে নামে আমার দেহে একদল সৈন্য আছে দ্রোহে বিদ্রোহে কবিতা লেখে আমার দেহে একদল সৈন্য আছে সাফ সুতরো চুনকাম করে, দাড়ি মোছ কামায় আমার দেহে আরো একদল সৈন্য আছে ক্ষত স্থানে পট্টি লাগায়, কপালে হাত রাখে আমার দেহে বড় একদল সৈন্য আছে সকাল-বিকাল স্বাস্থ্য বানায় আমার দেহ একটি সংরক্ষিত সেনানিবাস। সময় লেখা থাকে কবিতায় সময় লেখা থাকে ঘড়িতে হৃদয়ের ভিতরে, সেকেন্ড মিনিট ঘণ্টায় শিশুর জন্ম চিৎকারে সময় লেখা থাকে শৈশবে যৌবনে বুড়োর চামড়ার ভাঁজে। সময় লেখা থাকে ভবনের গায়ে জমিদারের আয়ুষ্কালে, শাসনামলে সময় লেখা থাকে পতাকায়, সংবিধানে সময় লেখা থাকে প্রেমপত্রে দুঃখ কষ্ট ভালবাসার ঝরা পাতায় ক্ষুধায়, বিরহ দ্রোহ প্রেম আর মিছিলে হাসপাতালের বেডে, অক্সিজেনের সিলিন্ডারে ছাত্রীর অপেক্ষায় প্রাইভেট টিউটরের চোখে স্টেশন, পেট্রল পাম্প, জ্যাম, সিগনাল বাতির লাল-সবুজে সময় লেখা থাকে কপালে, হাতের তালু, হাঁটুতে খুঁড়ে পাওয়া পূরাকীর্তির তৈজষপত্রে, শিবলিঙ্গে, হাড্ডিতে ডাইনোসরের গল্পে, প্রপিতামহের এফিটাফে সময় লেখা থাকে রাষ্ট্রের চরিত্রে বাহান্ন আর একাত্তরে। কৃষকের বুকের সময় লেখা থাকে, বীজে সময় লেখা থাকে কিশোরীর চোখে সময় লেখা থাকে মায়ের স্তনে সময় লেখা থাকে, দুই বছর স্টীমারের হুইসেলে, ‘জোয়ার ভাটায় অমাবশ্যায়, পূর্ণিমার ভরা জ্যো¯œায়, আকাশে, শুকতারায়, সপ্তর্ষিম-ল, ধূমকেতু, গ্যালাক্সির পর গ্যালাক্সি, সাত আসমানে রোদ বৃষ্টি, কাল বৈশাখীর মেলায় সময় লেখা থাকে মন্দিরে মসজিদে অতীতে বর্তমান আর ভবিষ্যতে সময় লেখা থাকে ঈশ্বরের ডায়রিতে সময় লেখা থাকে কবিতায়।
×