ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হজযাত্রীদের সুবিধার্থে উদ্বোধনের আগেই খুলে দেয়া হলো ফুটওভার ব্রিজ

প্রকাশিত: ০৫:৫৮, ৫ আগস্ট ২০১৬

হজযাত্রীদের সুবিধার্থে  উদ্বোধনের আগেই  খুলে দেয়া হলো  ফুটওভার ব্রিজ

পবিত্র হজ মওসুমে হজযাত্রীদের রাস্তা পারাপারের অসুবিধা দূর করার জন্য বৃহস্পতিবার খুলে দেয়া হলো এয়ারপোর্ট রোডের গোলচত্বরে নির্মিত ফুটওভার ব্রিজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রবেশমুখের পাশে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের উপর নির্মিত আধুনিক এ ফুটওভার ব্রিজের দু’পাশে রয়েছে দু’টি চলন্ত সিঁড়ি। শিশু ও বয়স্কদের কথা বিবেচনা করে এটি নির্মাণ করা হয়েছে। মেয়র আনিসুল হকের নির্দেশে উদ্বোধনের আগেই ফুটওভার ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হলো। এটি চালু হওয়ায় এলাকাবাসীর প্রতীক্ষার অবসান হলো। পরবর্তীতে কিছু আনুষঙ্গিক কাজ সম্পাদন শেষে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। -বিজ্ঞপ্তি
×