ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যুর ভয় দেখিয়ে জীবনের স্বপ্ন স্তব্ধ করা যায় না ॥ খোকন

প্রকাশিত: ০৫:৫৭, ৫ আগস্ট ২০১৬

মৃত্যুর ভয় দেখিয়ে জীবনের স্বপ্ন স্তব্ধ করা যায় না ॥ খোকন

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এদেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক, এদেশ একটি সুখী-সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হোক একটি গোষ্ঠী তা চায় না। তাই তারা ইসলামের নামে, ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করে মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলছে। কিন্তু মৃত্যুর ভয় দেখিয়ে জীবনের স্বপ্ন স্তব্ধ করা যায় না। পৃথিবীর কোন দেশেই এটা করা যায়নিÑ এদেশেও এটা হবে না ইনশাল্লাহ। নিরাপত্তা, উন্নয়ন ও সেবা কার্যক্রম একসঙ্গে চলবে। বৃহস্পতিবার ৪১নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে নগরীর ওয়্যার রোডে “জনতার মুখোমুখি জনপ্রতিনিধি” শীর্ষক জবাবদিহিতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ কথা বলেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলোর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মেয়র উপস্থিত নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা প্রতিকারে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণসহ ঢাকা ওয়াসা, পুলিশ, ডিপিডিসি ইত্যাদি সেবা সংস্থার প্রতিনিধিগণ জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহি করেন। মেয়র বলেন, ঢাকা নগরী বদলে যেতে শুরু করেছে। এ পরিবর্তন দৃশ্যমান হতে আরও কিছু সময় লাগবে। নগরীর প্রতি ইঞ্চি রাস্তাঘাট উন্নয়নের আওতায় আসবে। -বিজ্ঞপ্তি
×