ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাতৃদুগ্ধ

প্রকাশিত: ০৫:৩৭, ৫ আগস্ট ২০১৬

মাতৃদুগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সন্তানকে বুকের দুধ খাওয়ান, কাছে রাখুন আর বেশি বেশি সময় দেয়ার মাধ্যমে বিপথগামিতার হাত থেকে রক্ষা করুন। একমাত্র বুকের দুধই সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক নিবিড় করে। সন্তানকে বুকের দুধ খাইয়ে কাছে রাখতে হবে। এটি না করে সন্তানকে গুঁড়োদুধ খাওয়ালে, কাজের বুয়ার কাছে রাখলে দূরত্ব বাড়বে। তখন সন্তান জঙ্গী হতে পারে। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, শুধু মাতৃদুগ্ধ সপ্তাহে নয়, সব সময়ের জন্য আমাদের সেøাগান হবে শিশুকে মায়ের বুকের দুধ আমরা পান করাব। সন্তানকে স্নেহ-ভালবাসা দিয়ে বড় করে তুলব। তাহলে সন্তান জঙ্গী হবে না। এ সন্তানই হবে আমার দেশের ভবিষ্যৎ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের কোথায় আছে একজন মানুষকে হত্যা করার কথা। যাদের সামান্যতম সেন্স কাজ করে না, তারা এ ধরনের কাজ করতে পারে। ওইসব জঙ্গীর লাশ কেউ নিতে আসেনি। কারণ তাদের পিতামাতা তাদের লাশ নিতে চায় না। জঙ্গী হয়ে কী লাভ হয়েছে, এক মাসের বেশি সময় ধরে বেওয়ারিশ লাশ হিসেবে মর্গে পড়ে আছে।
×