ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথের সাবেক ছাত্র আকিবের নিখোঁজ ও ফিরে আসা রহস্যজনক

প্রকাশিত: ০৫:৩৫, ৫ আগস্ট ২০১৬

নর্থ সাউথের সাবেক ছাত্র আকিবের নিখোঁজ ও ফিরে আসা রহস্যজনক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে রহস্যজনক নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুনায়েদ হোসেন আকিবের ফিরে আসাটাও রহস্যজনক। তিন দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি উপস্থিত হন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত তার এক আত্মীয়ের বাসায়। প্রায় একই সময়ে তার নিখোঁজ গাড়ি চালক মোস্তফাও ফিরে আসে চট্টগ্রাম নগরীর কুসুমবাগে আকিবের বাসায়। ঢাকা থেকে আকিবকে নিয়ে চট্টগ্রামে রওনা হয়েছেন তার কয়েক আত্মীয়। এদিকে, তিন দিন তারা কোথায় ছিলেন বা কেউ তাদের অপহরণ করেছিল কি না তা জানতে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুনায়েদ হোসেন আকিব খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাইয়ের ছেলে। গত ১ আগস্ট দুপুরে নিজের প্রাইভেট কারে বন্ধু রাব্বিকে নিয়ে বের হন জুনায়েদ হোসেন আকিব। পৌনে তিনটার দিকে নগরীর ওয়াসা মোড়ে রাব্বিকে নামিয়ে দেয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি ও তার গাড়ি চালক। সোমবার রাতে সিএমপির খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আকিবের ভগ্নিপতি এসএম আবুল মঞ্জুর। এরপর থেকেই পুলিশ এ দু’জনকে উদ্ধারে সম্ভাব্য সকল জায়গায় তল্লাশি চালাতে থাকে। বুধবার সন্ধ্যায় নগরীর জাকির হোসেন রোডে অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে পাওয়া যায় আকিবের গাড়িটি। তবে আকিব ও চালক তখনও নিখোঁজই থেকে যান। অবশেষে আকিব নিজেই উপস্থিত ঢাকার বসুন্ধরায় তাদের এক আত্মীয়ের বাসায়। আর চট্টগ্রাম নগরীর আকিবের বাসায় ফেরেন গাড়িচালক মোস্তফা। আকিবের ভগ্নিপতি আবুল মঞ্জুর জানান, সোমবার বেলা তিনটার দিকে কুসুমবাগ আবাসিক এলাকার প্রবেশ মুখে প্রাইভেট কারটি অবস্থান করছিল। তখন একটি পাজেরো জীপের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লাগে। গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাগবিত-ার একপর্যায়ে পাজেরো গাড়ির লোকজন কারটি মেরামতের আশ্বাস দিয়ে আকিব ও চালককে খুলশীর দিকে নিয়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। চট্টগ্রাম নগর পুলিশের কাছে আকিবের নিখোঁজ হওয়া এবং ফিরে আসা দুটোকেই রহস্যজনক মনে হচ্ছে। তবে আকিবের ভগ্নিপতি আবুল মঞ্জুর জানান, বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন আকিব। টেলিফোনে জানান, তাকে চোখ বেঁধে অন্ধকার রাস্তায় ছেড়ে দেয়া হয়েছে। তবে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মোবাইল ফোনের লোকেশন দেখে জানায় যে, আকিব ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছেন। ভোর চারটার দিকে পুলিশ তার অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়। কিন্তু এর ঘণ্টাখানেক পর তিনি নিজেই এক আত্মীয়ের বাসায় এসে উপস্থিত হন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আকিব ও তার গাড়ি চালক মোস্তফা নিখোঁজ হওয়ার ঘটনাটি নিয়ে নানা সন্দেহের ডালপালা গজাতে থাকে। অবশেষে তিন দিন পর ফেরত আসায় পরিবারটির উৎকণ্ঠা দূর হলেও পুলিশ তার নিখোঁজের কারণ অনুসন্ধানে নেমেছে।
×