ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা উন্নয়নে প্রধান বাধা ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:২৫, ৫ আগস্ট ২০১৬

সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা  উন্নয়নে প্রধান বাধা ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে দীর্ঘসূত্রতাই নগর উন্নয়নে প্রধান বাধা। একটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে যে দীর্ঘসময় ব্যয় হয় তা কাম্য নয়। দায়িত্ব গ্রহণের প্রথম এক বছরে বিলবোর্ড অপসারণের ফলে ফিরে এসেছে চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্য। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম পরিণত হবে সবুজ নগরীতে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মত বিনিময়কালে তুলে ধরেন নগর উন্নয়নে তার গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ। চসিক মেয়র বলেন, ব্যবহুল ও ঝুঁকিপূর্ণ কর্মসূচী ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও অপসারণ কার্যক্রম চালু করা হয়েছে। এ লক্ষ্যে ১ আগস্ট থেকে ৭টি ওয়ার্ডে বিন বিতরণ শুরু করা হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা শতভাগ কার্যকর হবে। এছাড়া ২০১৭ সনের ডিসেম্বরের মধ্যে নগরীকে সবুজায়ন করা হবে। আর আগামী ২ বছরের মধ্যে নগরীর অলিগলির সর্বত্র এলইডি লাইটিং করা হবে এবং ত্রিবার্ষিক পরিকল্পনায় ৪১টি ওয়ার্ডের সকল সড়ক ও বাই লেইন শতভাগ পিচঢালা ও ঢালাই রাস্তায় উন্নীত করা হবে। জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে মেয়র মদুনাঘাট থেকে পতেঙ্গা নেভাল একাডেমি পর্যন্ত বেড়িবাঁধ, বেড়িবাঁধে ৪ লেইনে রাস্তা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, খালের মুখে সø্যুইস গেইটসহ পাম্প হাউস নির্মাণ পরিকল্পনাও তুলে ধরেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র দফতরে মতবিনিময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম-সম্পাদক চৌধুরী ফরিদ, কোষাধ্যক্ষ তাপস বড়ুয়া রুমু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মোঃ আইয়ুব আলী, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, গ্রন্থাগার সম্পাদক শওকত ওসমান, ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, নির্বাহী সদস্য শামসুল হক হায়দরী, শহীদ উল আলম ও মোয়াজ্জেমুল হক। এছাড়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলামও উপস্থিত ছিলেন। মতবিনিময়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রেসক্লাব ভবন হস্তান্তর এবং ভবন নির্মাণের ব্যয় পরিশোধের বিষয়ে সিটি মেয়রকে অবহিত করেন।
×