ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ওএমএস কার্যক্রম বন্ধ, আটার দাম বৃদ্ধি

প্রকাশিত: ০৪:২৫, ৫ আগস্ট ২০১৬

জয়পুরহাটে ওএমএস কার্যক্রম বন্ধ, আটার  দাম বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ আগস্ট ॥ ওএমএসের মাধ্যমে আটা বিক্রয় কর্মসূচী দু’মাস ধরে বন্ধ থাকার ফলে জয়পুরহাটে আটার দাম বৃদ্ধি পেয়েছে। ফলে দরিদ্র মানুষের কষ্ট বৃদ্ধি পেয়েছে। প্রতিকেজি আটা এখন আট থেকে দশ টাকা বেশি দিয়ে কেনার কারণে তাদের দুর্দশা বেড়েছে। এ ছাড়া ডায়াবেটিক রোগীরাও পড়েছে বিপাকে। বাজারে আটার দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে খেটে খাওয়া দরিদ্র মানুষের কষ্ট দেখা দেয়। বাজারে আটার দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সারাদেশে খোলা বাজারে আটা বিক্রি (ওএমএস) কর্মসূচী চালু করে। জেলা সদরে খাদ্য অধিদফতরের নিয়োগকৃত ১০ ডিলারের মাধ্যমে খোলা বাজারে প্রতিকেজি ১৭ টাকা দরে আটা বিক্রয় হচ্ছিল। প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি ক্রয় করতে পারার এ কর্মসূচী গ্রহণ করার ফলে বাজারে আটার দাম নিয়ন্ত্রণে আসে। কিন্তু রমজান শুরু হলে হঠাৎ আটা দেয়া বন্ধ হয়ে যায়। প্রায় দু’মাস ধরে এ কর্মসূচী বন্ধ থাকার ফলে একদিকে গরিব মানুষের দুর্দশা বেড়েছে অপরদিকে বাজারে আটার দাম বেড়ে গেছে। খোলা আটা প্রতিকেজি ২৫/২৬ টাকা এবং প্যাকেট আটা ২৮/৩০ টাকা দরে কিনতে হচ্ছে। ওএমএস কর্মসূচী চালুর ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী জানান খাদ্য অধিদফতরের বরাদ্দ এলেই এ কর্মসূচী চালু করা হবে।
×