ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বায়ু দূষণরোধে সেমিনার

প্রকাশিত: ০৪:২৩, ৫ আগস্ট ২০১৬

বায়ু দূষণরোধে সেমিনার

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেস)’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার শেরেবাংলা নগরের এলজিইডির আরডিইসি মিলনায়তনে সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে সেমিনার আয়োজন করা হয়। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইছউল আলম ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পারালকার। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কেস প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড. এস এম মঞ্জুরুল হান্নান খান। -বিজ্ঞপ্তি
×