ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ চুয়াডাঙ্গা শহীদ দিবস

প্রকাশিত: ০৪:২৩, ৫ আগস্ট ২০১৬

আজ চুয়াডাঙ্গা শহীদ দিবস

রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা ॥ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি মর্মান্তিক ও অন্যতম স্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে শহীদ হন ৮ মুক্তিযোদ্ধা। এবারও দিনটি পালন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। এ দিনে শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- হাসানুজ্জামান, কিয়ামুদ্দিন, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, রওশন আলম, আফাজ উদ্দিন ও খালেদ সাইফুদ্দিন আহমেদ তারিক।
×