ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বহিষ্কৃত যুবলীগ নেতার শান্তি দাবি

প্রকাশিত: ০৪:২২, ৫ আগস্ট ২০১৬

সাতক্ষীরায় বহিষ্কৃত যুবলীগ নেতার শান্তি দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী ফারুক হোসেনকে শিবিরকর্মী হিসেবে চিহ্নিত করে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলন করা হয় এই অভিযোগ এনে সংবাদ সম্মেলনকারী যুবলীগ নেতার বিচার দাবি করেছে জেলা ছাত্রলীগ । বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা ছাত্রলীগ এই সংবাদ সম্মেলনের আয়োজনে করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ তানভীর হুসাইন সুজন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান কাজী ফারুক হোসেন শিক্ষা জীবনের ১০ বছর, মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতি ও টিউশনি করে লেখাপড়া করেছেন, অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় শীর্ষ স্থান । কিন্তু তাকে হেয় প্রতিপন্ন করতে একাধিক মামলার আসামি কাজী আব্দুস সালাম, কাজী আবু হানিফ ও মীর আলী সংঘবদ্ধভাবে সংবাদ সম্মেলন করে কাজী ফারুকের নামে মিথ্যা তথ্য সরবরাহ করেছে, তাকে বানানো হয়েছে জামায়াত-শিবির। সংবাদ সম্মেলনে কাজী ফারুকের নামে মিথ্যা তথ্য সরবরাহকারীদের শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের কাছে। এদিকে বৃহস্পতিবার জনকণ্ঠসহ সাতক্ষীরার স্থানীয় বিভিন্ন দৈনিকে যুবলীগ নেতার সংবাদ সম্মেলনের খবর প্রকাশের পর কাজী ফারুক হোসেন নিজেকে ছাত্রলীগের নিবেদিতপ্রাণ দাবি করে বহিষ্কৃত যুবলীগ নেতা আব্দুস সালামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
×