ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়

প্রকাশিত: ০৪:২২, ৫ আগস্ট ২০১৬

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশী বংশোদ্ভূত ও কানাডিয়ান নাগরিককে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১ মহিলার সাথে কথিত বিয়ের কাবিননামা সৃষ্টি ও চাঁদা নেয়ার অভিযোগে খানসামা থানার ওসিসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতেই ওসিকে দিনাজপুর জেলার খানসামা থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। কানাডিয়ান নাগরিক ও বাংলাদেশী বংশোদ্ভূত ঢাকা পল্লবী-২ এর বাসিন্দা তারিক আব্দুল্লাহ (৪৯) বাদী হয়ে বুধবার দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খানসামা থানার ওসি কৃষ্ণ সরকারসহ ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্্েরট মোঃ ইসমাইল হোসেন মামলাটি জুডিশিয়াল তদন্ত করতে এবং ওসির বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণের জন্য আদেশের অনুলিপি প্রেরণের আদেশ প্রদান করেন। মামলার অভিযোগে প্রকাশ, বাংলাদেশী বংশোদ্ভূত ও কানাডিয়ান নাগরিক তারিক আব্দুল্লাহ ২০০৪ সাল থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। কয়েকমাস আগে তিনি দিনাজপুরে আসলে, তার আত্মীয় খানসামা উপজেলার পাকেরহাট এলাকার আব্দুল জব্বার মিয়া তার মেয়ে রাহানা জান্নাতের সাথে কানাডিয়ান নাগরিক তারিক আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় গত ২৮ জুলাই আসামি আব্দুল জব্বার মিয়া, এনামুল হক, রাহানা জান্নাত, এহছানুল্লাহ, একরামুল, মাজেদা বেগমসহ কয়েকজন জোরপূর্বক বিয়ের জন্য তারিক আব্দুল্লাহকে বাড়িতে ডেকে নিয়ে আটক করে রাখে। বিষয়টি মোবাইলে খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকারকে জানানো হলে পুলিশ তাকেসহ তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে এক বৈঠকে ওই কানাডিয়ান নাগরিককে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওসি অন্যদের সহযোগিতায় জোরপূর্বক বিবাহ রেজিস্ট্রির ভলিয়ুমে স্বাক্ষর নেয়। তাকে উদ্ধারের জন্য ওসি ২০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। এসব অভিযোগের ভিত্তিতে মামলার বাদী তারিক আব্দুল্লাহ খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকারসহ ১০ জনকে আসামি করে জুডিশিয়াল আদালতে মামলা করেন।
×