ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

প্রকাশিত: ০৪:১৯, ৫ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে সামান্য লেনদেন কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগেরদিনের তুলনায় প্রায় ৯ কোটি ২৭ লাখ টাকার কম লেনদেন। ডিএসইতে ৪৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, মবিল যমুনা বিডি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : উসমানিয়া গ্লাস, এ´িম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, জিকিউ বলপেন, ডেল্টা ব্র্যাক হাউজিং, সিঙ্গার বিডি ও রংপুর ফাউন্ড্রি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পিপলস লিজিং, সোনালী আঁশ, মুন্নু স্টাফলারস, আজিজ পাইপস, ন্যাশনাল টিউবস, প্রাইম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, হাক্কানী পাল্প ও ইস্টার্ন লুবিক্যান্টস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, প্রিমিয়ার সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বিএসআরএম লিমিটেড, সিঙ্গার বিডি, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা ও ব্র্যাক ব্যাংক।
×