ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএমএফের কাছে ১২শ’ কোটি ডলার ঋণ চায় মিসর

প্রকাশিত: ০৪:১৮, ৫ আগস্ট ২০১৬

আইএমএফের কাছে ১২শ’ কোটি ডলার ঋণ চায় মিসর

দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ১ হাজার ২শ’ কোটি ডলার ঋণ পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে মিশর সরকার। মিশরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জানান, ঋণ নেয়ার পাশাপাশি অর্থনীতি পুনর্গঠনে জনগণের সমর্থন নিয়ে ভর্তুকি কমানো, কর বাড়ানো এবং সরকারী প্রতিষ্ঠান বেসরকারীকরণের মতো বেশ কিছু পদক্ষেপ নেবে তার সরকার। গত সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বছরে ৪শ’ কোটি ডলার ঋণ নেয়ার প্রস্তাব দেয় মিশর। আগস্টেই এ ঋণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×