ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্গো পরিবহনে উন্নতি করতে হবে

প্রকাশিত: ০৪:১৮, ৫ আগস্ট ২০১৬

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্গো পরিবহনে উন্নতি করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ থেকে কার্গো পরিবহনে আরও উন্নতি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেইক। তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। তবে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। এখানকার কোন কার্গো ইউরোপে অঘটনের শিকার হলে এর দায় দায়িত্ব কে নেবে? বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ্যালিসন ব্লেইক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই। তবে নিরাপত্তাজনিত বিষয়ে সতর্কতা জারি আছে। যুক্তরাজ্যের ব্যবসায়ীদের দূতাবাসের সতর্কতা মেনে ভ্রমণ কিংবা চলাচল করতে বলা হয়েছে।
×