ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌচাক-মগবাজার ফ্লাইওভারে অতিরিক্ত অর্থায়নে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:১৬, ৫ আগস্ট ২০১৬

মৌচাক-মগবাজার ফ্লাইওভারে অতিরিক্ত অর্থায়নে  চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বহুল আলোচিত মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পে অতিরিক্ত অর্থ দিচ্ছে সৌদি আরব। চুক্তির আওতায় সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) মাধ্যমে পাঁচ কোটি সৌদি রিয়াল (প্রায় দেড় কোটি মার্কিন ডলার) দেবে দেশটি। এ অর্থ দিয়ে এফডিসি গেট থেকে কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেল পর্যন্ত নির্মাণ করা হবে নতুন ফ্লাইওভার। এর দৈর্ঘ্য ৪৫০ মিটার। বৃস্পতিবার বিকেলে রাজধানীর শেরবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং সৌদি ফান্ডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আহমদ আলঘানাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে জানানো হয়, সরকারকে এ ঋণের বার্ষিক লোন চার্জ দিতে হবে ২ শতাংশ। ঋণের ৭০ শতাংশ অর্থ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। বাকি ৩০ শতাংশ অনুদান হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নে এসএফডি শুরু থেকেই অর্থায়ন করছে। এর আগে ২০১১ সালে মূল প্রকল্পে অর্থায়নের জন্য সরকার এসএফডির সঙ্গে ২০ কোটি সৌদি রিয়ালের (প্রায় ৫ কোটি তিন লাখ ডলার) চুক্তি করে। তিন অংশে বিভক্ত ফ্লাইওভারের নির্মাণকাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, এ চুক্তির আওতায় অতিরিক্ত অর্থ এফডিসি থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে। এটি যানজট নিরসনে সহায়তা করবে। দু’দেশের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে এম আহমদ আলঘানাম বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভার খুবই ভাল প্রকল্প। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা আমি নিজে দেখেছি। আশা করি, এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী উপকৃত হবেন।
×