ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বিচার শিকার ও মানব বসতি সম্প্রসারণ দায়ী

২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে অধিকাংশ বড় প্রাণী

প্রকাশিত: ০৩:৪২, ৫ আগস্ট ২০১৬

২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে  পারে অধিকাংশ বড় প্রাণী

একদিন আপনার নাতি তার বিজ্ঞান বইতে পড়বে হাতি, বাঘ ও সিংহ ছিল আকর্ষণীয় ও বিলুপ্ত প্রাণী। এগুলো এক সময় পৃথিবীতে ঘুরে বেড়াত, যেমনটা ঘুরে বেড়াত লোমশ ম্যামথ ও ট্রাইসেরাটপস (ডাইনোসরের একটি প্রজাতি)। লোমশ ম্যামথ ১০ হাজার ৫০০ বছর আগে এবং ট্রাইসেরাটপস ছয় কোটি ৬০ লাখ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। নতুন একটি গবেষণা প্রতিবেদনে এমনই বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ বিজ্ঞানীরা। গবেষণা প্রতিবেদনটি ২৭ জুলাই পরিবেশ বিষয়ক জার্নাল বায়োসায়েন্সে প্রকাশিত হয়েছে। গবেষকরা বলছেন, এখনই যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হয় বিশ্বের সবচেয়ে বড় পশুগুলোর মধ্যে অনেক পশুই ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের এ গণবিলুপ্তি রোধে অবিলম্বে সরকার ও পরিবেশ বিষয়ক সংগঠনগুলোর কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা জরুরী। পরিবেশবাদী সংগঠন প্যান্থারার সিংহ বিষয়ক কর্মসূচীর সমন্বয়ক ও সমীক্ষক দলের সদস্য পিটার লিন্ডসে এক বিবৃতিতে বলেছেন, প্রাণী জগতের বিলুপ্তি বিশেষত জীববৈচিত্র্য দ্রুত ধ্বংসের প্রতি মনোযোগ দেয়া অপরিহার্য এবং সম্ভবত তা জলবায়ু পরিবর্তন বিষয়টির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এটি কোন নতুন খবর নয় যে, বিশ্বের সবচেয়ে সমাদৃত প্রজাতির অনেকগুলোই এখন বিপন্ন। গবেষণায় দেখা গেছে, চোরাশিকারি ও বন্য ভূখ-ের মধ্যে মানব বসতির সম্প্রসারণের ফলে গ-ার ও হাতির সংখ্যা কমে গেছে, বাঘ ও সিংহের এলাকা খুবই ছোট হয়ে গেছে এবং বন্যপ্রাণীর আবাসস্থলের প্রান্তে বসবাসের ফলে মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছে বন্যপ্রাণীরা। কিন্তু এসব প্রবণতার বৈশ্বিক প্রভাব অনেক সময় টের পাওয়া যায় না। বিশ্বে প্রাণীজগতের (মানুষ ছাড়া) একটি চিত্র পেতে বিশেষজ্ঞরা ফের ছয় মহাদেশের প্রাণীর একটি ক্যাটালগ তৈরি করেছেন। বিলুপ্তির হুমকির সম্মুখীন হিসেবে সব প্রজাতির একটি তালিকা তৈরি করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। গবেষকরা যখন এ প্রজাতিগুলোর প্রত্যেকটির ভবিষ্যতের দিকে তাকিয়েছেন তখন তারা শোচনীয় পূর্বাভাস পেয়েছেন। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে বিশ্বে সবচেয়ে বড় মাংসাশী প্রাণীর (রয়েল বেঙ্গল টাইগারসহ) ৫৯ শতাংশ এবং বৃহৎ তৃণভোজী প্রজাতির (সাদা গ-ার ও পশ্চিমাঞ্চলের নিম্নভূমির গরিলা) ৬০ শতাংশ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। গবেষকরা লিখেছেন, আগামী শতাব্দীতে বড় বড় অনেক প্রাণী নিশ্চিহ্ন হতে পারে। বিশেষ করে সাবসাহারান আফ্রিকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এশিয়ায় এ ঝুঁকি সবচেয়ে বেশি। বিশ্বে এই অঞ্চলগুলোই সবচেয়ে বেশি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। সমীক্ষক দলের প্রধান অরেগন ইউনিভার্সিটির ইকোলজিস্ট উইলিয়াম রিপল বলেন, এখনই সময় প্রাণী সংরক্ষণের বিষয় নিয়ে চিন্তাভাবনা করার। প্রাণী সংখ্যা যেমন দ্রুত কমে যাচ্ছে, তেমনি কমছে তাদের আবাসস্থল। -ইয়াহু নিউজ
×