ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিভেদমূলক কৌশল ও অবমাননাকর মন্তব্য

শঙ্কায় রিপাবলিকানরা

প্রকাশিত: ০৩:৪২, ৫ আগস্ট ২০১৬

শঙ্কায় রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রচার অভিযান ঐক্যবদ্ধভাবেই চলছে বলে উল্লেখ করেছেন। তার কয়েকটি ভুল পদক্ষেপ নেয়ার পর দলে গভীর মতবিরোধ দেখা দিয়েছে বলে খবর বেরোনো সত্ত্বেও তিনি এ দাবি করেন। এদিকে দলের উর্ধতন নেতারা ট্রাম্পের প্রচার অভিযান সঠিক পথে ফিরিয়ে আনতে ‘হস্তক্ষেপ’ করার চিন্তাভাবনা করছেন বলে খবর বেরিয়েছে। ট্রাম্পের বিভেদমূলক কৌশল ও অবমাননাকর মন্তব্যে তারা ক্রমশ উদ্বিগ্ন ও শঙ্কিত হয়ে পড়েছেন। খবর বিবিসি, টেলিগ্রাফ ও গার্ডিয়ান অনলাইনের। ফ্লোরিডায় বুধবার এক সমাবেশে ট্রাম্প বলেন, তার প্রচার কাজ আসলেই ভালভাবে চলছে। তিনি ওই দিন টুইট করেন যে, আমার প্রচার শিবিরে বিরাট ঐক্য, সম্ভবত আগের যে কোন সময়ের তুলনায় অধিকতর ঐক্য বিদ্যমান। কিন্তু কয়েক উর্ধতন রিপাবলিকান নেতা ট্রাম্পের প্রচার অভিযান নিয়ে তার সঙ্গে কথা বলবেন কিনা, তা ভেবে দেখছেন। তারা চান, ট্রাম্প তার প্রচারের সময় কর্মসংস্থান ও বাণিজ্য চুক্তিগুলোর দিকে গুরুত্ব দিক। সম্প্রতি ট্রাম্প ইরাক যুদ্ধে নিহত এক মুসলিম আমেরিকান সৈন্যের মা-বাবার সঙ্গে বিরোধে লিপ্ত হন, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পীকার পল রায়ান এবং ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্র্থী জন ম্যাককেইনকে তাদের প্রাইমারী নির্বাচনে সমর্থন দিতে অস্বীকার করেন এবং নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হবে বলে আভাস দেন। তার এ অদ্ভুত আচরণের প্রেক্ষিতে খবর বেরিয়েছে যে, শীর্ষস্থানীয় রিপাবলিকানরা ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা ভাবছেন এবং তার প্রচার শিবিরের কর্মীরা ‘হতাশ’ হয়ে পড়েছেন। ট্রাম্পের প্রচার শিবির এসব খবরের কড়া প্রতিবাদ জানিয়েছে। মুখপাত্র জ্যাসন মিলার মঙ্গলবার রাতে গর্বের সঙ্গে বলেন, আমাদের প্রচার শিবির সদ্যসমাপ্ত মাসটিতে সবচেয়ে বেশি পরিমাণ তহবিল সংগ্রহ করেছে। আমরা প্রতিদিন নতুন নতুন প্রতিভাবান ও অভিজ্ঞ কর্মী নিয়োগ করছি এবং ট্রাম্পের সমাবেশগুলোতে হিলারি ক্লিনটনের সমাবেশগুলোর চেয়ে আরও বেশিসংখ্যক ও উৎসাহী লোকজনের সমাগম হচ্ছে। এদিকে ট্রাম্পের প্রচার শিবির দলের ভেতরকার এক বিরোধ নিরসনের উদ্যোগ নিয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স বুধবার প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ানের প্রাইমারী নির্বাচনের প্রার্থিতা অনুমোদন করেছেন। এর মাত্র এক দিন আগে ট্রাম্প রায়ানের প্রার্থিতা অনুমোদন করতে অস্বীকার করলে রিপাবলিকান দলে নতুন সংঘাত দেখা দেয়। রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রিন্স প্রিবাস, নিউইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গুইলিয়ানি এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পীকার নিউট গিনগ্রিচ ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা ভাবছেন বলে জানা গেছে। তারা ট্রাম্পের সঙ্গে আলোচনা করে তার প্রচার অভিযানকে নাটকীয়ভাবে ঢেলে সাজানোর আশা করছেন। এনবিসি এ খবর জানায়। ট্রাম্পের মিত্র গিনগ্রিচ বলেন, তার বন্ধুর বর্তমান পরিস্থিতিতে নবেম্বরের নির্বাচনে হিলারিকে হারানোর কোন সুযোগ নেই। তিনি বলেন, ট্রাম্প হিলারির চেয়ে নিজেকে বেশি অগ্রহণযোগ্য বলে প্রমাণিত করে তাকে জয়ী হতে সহায়তা করছেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রিবাস ট্রাম্প আচরণে ক্ষুব্ধ হয়েছেন। তিনি পরিস্থিতি শান্ত করার জন্য সহায়তা করতে ট্রাম্পের প্রাপ্তবয়স্ক সন্তানদের প্রতি আবেদন জানিয়েছেন। প্রিবাস এরই মধ্যে ট্রাম্প ক্যাম্পেনের চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ও ট্রাম্পের সন্তানদের সঙ্গে কথা বলেছেন। তারা একমত হয়েছেন যে, ট্রাম্পের নিজ দলের মধ্যে বিবাদ সৃষ্টি বন্ধ করা এবং খান পরিবারের সমালোচনা করার পথ থেকে সরে যাওয়া প্রয়োজন। এ পরিবারের সদস্য ক্যাপ্টেন হুমায়ুন খান ২০০৪ সালে ইরাকে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
×