ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরু হৃষ্টপুষ্টকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে ॥ ছায়েদুল হক

প্রকাশিত: ০৮:৩২, ৪ আগস্ট ২০১৬

গরু হৃষ্টপুষ্টকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে ॥ ছায়েদুল হক

স্টাফ রিপোর্টার ॥ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকার দেশের দারিদ্র্য হ্রাস করতে সক্ষম হয়েছে। আর এক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছে। বিশেষ করে গরু হৃষ্টপুষ্টকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। বুধবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ৫% সুদে ঋণ বিতরণ কর্মসূচী মনিটরিং ও ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ মাংস উৎপাদনে প্রাণিসম্পদ অধিদফতরের কার্যক্রম পর্যালোচনা’ সংক্রান্ত এক সভায় এ কথা বলেন। মন্ত্রী দারিদ্র্য কমে আসছে এমন তথ্য দিয়ে বলেন, স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩-৭৪ সালে দেশে গ্রামীণ দারিদ্র্য ছিল ৯৩% আর শহুরে দারিদ্র্য ছিল ৮১.২%। তবে ১৯৯৫-৯৬ সালে সেই দারিদ্র্য নেমে আসে যথাক্রমে ৪৬.৮% ও ৪৩.৬%। বর্তমান সরকার বেকার সমস্যা দূরীকরণ ও কর্মসংস্থানের লক্ষ্যে ভিশন ২০২১ পূরণের জন্য প্রাণিসম্পদের উন্নয়নে নজর দিয়েছে। মন্ত্রী বলেন, এসডিজির সব লক্ষ্যমাত্রা অর্জনেই প্রাণিসম্পদ অনবদ্য ভূমিকা রেখে চলেছে। এসডিজির প্রধান লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার শূন্যে নামিয়ে আনা এবং পুষ্টিমান নিশ্চিতকরণ। স্বল্প পুঁজি নিয়ে মাত্র একটি গরু হৃষ্টপুষ্ট করে ব্যক্তি পর্যায়ে সম্পদের উন্নয়ন করা যায় বলেও জানান মন্ত্রী। বিশ্বের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ব্রাজিল সবচেয়ে বেশি গোমাংস রফতানিকারক দেশ। কিন্তু বার্ষিক গোমাংস গ্রহণে এগিয়ে আর্জেন্টিনাÑ বছরে জনপ্রতি ৬৫ কেজি। অথচ বাংলাদেশে সব ধরনের মাংস মিলেই গড়ে ৩৮ কেজি।
×