ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিজাম হাজারীর এমপি থাকার বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানি শেষ, ১৭ আগস্ট রায়

প্রকাশিত: ০৮:৩১, ৪ আগস্ট ২০১৬

নিজাম হাজারীর এমপি থাকার বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানি শেষ, ১৭ আগস্ট রায়

স্টাফ রিপোর্টার ॥ ফেনী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। বুধবার এ সংক্রান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ১৭ আগস্ট দিন ঠিক করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোঃ এমদাদুল হক ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। অন্যদিকে ডেসটিনির চেয়ারম্যান রফিকুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে দুর্নীতি দমন কমিশনের নোটিসের কার্যক্রম স্থগিত করে আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার ওই আদেশ স্থগিত চেয়ে সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন দুদকের আইজীবী। নিজাম উদ্দিন হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় ঘোষণা করা হবে ১৭ আগস্ট। আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। অপরদিকে রিটের পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী ও সত্য রঞ্জন ম-ল ‘আড়াই বছর সাজা কম খেটে বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে দৈনিক একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ পায়। এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদ- হয়। কিন্তু ২ বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান। ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদ-ে দ-িত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়। সে হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার যোগ্য ছিলেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি সংসদ সদস্য হয়েছেন।
×