ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ সদর দফতরে গেলেও কাজে যোগ দেননি বাবুল আক্তার

প্রকাশিত: ০৮:২৬, ৪ আগস্ট ২০১৬

পুলিশ সদর দফতরে গেলেও কাজে যোগ দেননি বাবুল আক্তার

স্টাফ রিপোর্র্টার ॥ পুলিশ সদর দফতরে গেলেও কাজে যোগ দেননি পুলিশ সুপার বাবুল আক্তার। তার চাকরি আছে কি নেই, তাও পরিষ্কার নয়। তবে তিনি বুধবার কেন পুলিশ সদর দফতরে গিয়েছিলেন তাও জানা যায়নি। পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকেও বাবুল আক্তারের পুলিশ সদর দফতরে যাওয়ার ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি। বুধবার স্ত্রী হত্যার ঘটনায় আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তার দুই মাস পর কর্মস্থলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ সদর দফতরের এক সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাবুল আক্তার পুলিশ সদর দফতরে এসেছিলেন। তবে তিনি কি কারণে, কার সঙ্গে সাক্ষাত করতে এসেছিলেন তা জানা নেই। তার চাকরিতে যোগদানের বিষয়টিও অস্পষ্ট। এ সংক্রান্ত কোন দাফতরিক নির্দেশনাও আসেনি। এ ব্যাপারে বাবুল আক্তারসহ তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। গত ৫ জুন সকালে বন্দরনগরীর নিজাম রোডে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।
×