ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেহেদী হাসানের ‘হন্যে মনে’

প্রকাশিত: ০৬:৫৬, ৪ আগস্ট ২০১৬

মেহেদী হাসানের ‘হন্যে মনে’

স্টাফ রিপোর্টার ॥ সময়কে কাজে লাগানোর জন্যই লেখালেখি শুরু করা মেহেদী হাসানের। বাবা সংস্কৃতিমনা হওয়ায় ছোটবেলা থেকেই গান কবিতা নাটকের প্রতি উৎসাহ ছিল তার, লেখালেখির অনুপ্রেরণাও বাবার কাছ থেকে পাওয়া। মেহেদী হাসানের প্রথম দিকে তার নিজের জন্যই লেখালেখি করতেন। কিছু লেখা নিজের পছন্দ হতো। এরই ধারাবাহিকতায় গত বছর অমর একুশে বইমেলা উপলক্ষে ‘হন্যে মনে’ নামে তার একটি উপন্যাস বাজারে আসে। তরুণ এ লেখকের উপন্যাসটি পাঠকেরা বেশ পছন্দও করেছেন। এর মধ্যে তরুণদের বিভিন্ন ঘটনা নিয়ে ‘মন ফড়িং’ নামে আরও একটি বই রচনা করছেন এই লেখক। বইটি আগামী বই মেলায় বাজারে আসবে বলে জানা গেছে।
×