ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘আর নয় চুপ থাকা’

প্রকাশিত: ০৬:৫৪, ৪ আগস্ট ২০১৬

সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘আর নয় চুপ থাকা’

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ও সোহরাওয়ার্দী উদ্যানে ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিন নববর্ষ উদযাপনে আসা নারীদের ওপর ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাট্যদল বটতলার প্রযোজনা ‘আর নয় চুপ থাকা’। মঙ্গলবার ১৭তম খুনী ও ধর্ষক প্রতিরোধ দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘আর নয় চুপ থাকা’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের ইম্প্রোভাইজেশন, অভিনয় ও বাদনে আছেন শেউতি শাগুফতা, কাজী রোকসানা পারভীন রুমা, সামিনা লুৎফা ও বাকিরুল ইসলাম। প্রযোজনা উপদেষ্টা মোহাম্মদ আলী হায়দার। নারীর প্রতি এ সহিংসতা বহুযুগের। কখনও দৃশ্যমান, কখনও অদৃশ্য, অগোচর। দোষীদের বিচার হওয়ার উদাহরণ এ দেশে বড় কম। বটতলা মনে করে, নারীর বিরুদ্ধে এ সহিংস আচরণ বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীকে সমাজ অধস্তনভাবে নির্মাণ করে আর নারী যখন ওই অধস্তন অবস্থা থেকে বেরিয়ে এসে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর হওয়ার পথে দৃপ্তপায়ে হাঁটতে শুরু করে তখন উচ্চমন্য পুরুষতান্ত্রিক মন তাকে মেনে নিতে পারে না, তার নিরবচ্ছিন্ন ক্ষমতার পথে নারীর সচলতাকে সে হুমকি হিসেবে দেখে। তাই নারীকে চার দেয়ালের মাঝে আটকে রাখার চক্রান্তে নেমে পড়ে। নারীর সকল সচ্ছলতা, উৎসব আর উদযাপনকে রুখে দিলেই নারী ভয় পেয়ে ফিরে যাবে গৃহকোণে- এ চাওয়া এ ধরনের নৃশংসতাকে উৎসাহ দেয়। সঙ্গে যোগ হওয়া পণ্য-সংস্কৃতি নারীকে সহজলভ্য ভোগ্যপণ্য রূপেও নির্মাণ করে।
×