ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য!

প্রকাশিত: ০৬:৫১, ৪ আগস্ট ২০১৬

অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য!

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ১ দিন পরই পর্দা উঠবে রিও অলিম্পিকের। তবে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই নানান কর্মকা-ের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের এক তৃতীয়াংশই এখন পাকতন্ত্রজনিত রোগে ভোগছে। তাই সোমবার রিও ডি জেনেরিওতে পৌঁছানো এই দলের চার খেলোয়াড়কে শনাক্ত করে অন্যত্র রাখা হয়েছে। সোমবারই ১৩ সদস্যের ওয়াটার পোলো দল অলিম্পিকের শহর রিও ডি জেনেরিওতে পা রাখে। আর সেদিনই পরীক্ষা-নিরীক্ষার পর চারজনকে পাকতন্ত্রজনিত রোগে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এরপরই তাদের অলিম্পিক দলের বাকি এ্যাথলেটদের থেকে পৃথক করে রাখা হয়। এ বিষয়ে অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের প্রধান কিটি চিলার বলেন, ‘ডেভিড হিউজ (অস্ট্রেলিয়ার প্রধান মেডিক্যাল অফিসার) তাদের উপর গভীর দৃষ্টি রাখছেন। এখানে তাদের ৪৮ ঘণ্টা রাখা হবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে অলিম্পিক ভিলেজে অবস্থানকারী কোন এ্যাথলেটরই আন্তঃযোগাযোগ হবে না।’ ২০০৪ সালে সিডনি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দল। এরপর চীনের বেজিং এবং ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে ব্রোঞ্জপদক জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। তবে রিও অলিম্পিকে অন্যতম ফেবারিট হিসেবেই দেশ ছাড়ে অস্ট্রেলিয়ানরা। কিন্তু শুরুর ঠিক পূর্বমুহূর্তে এ্যাথলেটদের এমন পরিস্থিতি নিঃসন্দেহেই অস্ট্রেলিয়ার ভক্ত-অনুরাগীদের জন্য চরম হতাশার। এর আগে অলিম্পিকে অংশ নিতে আসা অস্ট্রেলিয়ার এ্যাথলেটদের ভবনে আগুন লাগলেও আলোচনায় চলে আসে তারা। শুধু তাই নয়, ল্যাপটপ ও জিকা-নিরাপত্তা-শার্টও চুরি হয়ে যায় তাদের। গত শুক্রবার ভোরে অলিম্পিক ভিলেজের অস্ট্রেলিয়ার দল যে ভবনে থাকছে সেটির নিচ তলায় আগুন লাগে। ফলে অস্ট্রেলিয়ার এ্যাথলেটসহ অন্যদের রুম থেকে সরিয়ে নেয়া হয়। এরপর ফায়ার সার্ভিস কর্তৃক আগুন নেভানোর সময় অস্ট্রেলিয়ার এ্যাথলেটদের সবাই ফ্ল্যাটের বাইরে থাকার সময় তাদের রুম থেকে ল্যাপটপ ও জিকা-নিরাপত্তা-শার্ট চুরি হয়ে যায়।
×