ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেইমারদের মিশন শুরু আজ রাতে

প্রকাশিত: ০৬:৫০, ৪ আগস্ট ২০১৬

নেইমারদের মিশন শুরু আজ রাতে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকের ডামাডোল শুরু হয়ে গেছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে রিও অলিম্পিক গেমসের। এর আগেই অবশ্য শুরু হয়ে গেছে ফুটবল ইভেন্ট। বুধবার মাঠে গড়িয়েছে গেমসের প্রমীলা ফুটবল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অন্যতম আকর্ষণ পুরুষ ফুটবল। এবার শুরু থেকেই স্বাগতিক ব্রাজিলের পুরুষ ফুটবল দলকে নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ একটাই, রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক কখনও পাওয়া হয়নি ব্রাজিলের। এবার তাই প্রথমবারের মতো ট্রফি জিততে মরিয়া পেলের দেশ। এই লক্ষ্য পূরণে দেশটির প্রধান চালিকাশক্তি তারকা ফুটবলার নেইমার। আজ রাতেই মিশন শুরু হচ্ছে সেলেসাওদের। ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইরাক ও ডেনমার্ক। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ১০টায়। ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারের ইচ্ছা ছিল ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও অলিম্পিক গেমস দুটিতেই খেলার। ব্রাজিলও মনেপ্রাণে চেয়েছিল তাদের সেরা তারকাকে দুটি আসরেই। বিষয়টি নিয়ে ব্রাজিল ও বার্সিলোনার রশি টানাটানি চলে অনেক দিন ধরে। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি স্প্যানিশ পরাশক্তিরা। যে কারণে কোপা আমেরিকায় দলের সেরা তারকাকে ছাড়াই খেলতে হয়েছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যার পরিণতিও হয়েছে করুণ। গ্রুপ পর্বেই বিদায় নেয় ব্রাজিল। তবে কোপায় খেলতে না পারলেও ঘরের মাঠে অলিম্পিক গেমসের ফুটবলে খেলছেন নেইমার। মূলত তাকে ঘিরেই ছক কষছে স্বাগতিকরা। ফুটবলের সবচেয়ে সফল দেশটি অলিম্পিক ফুটবলে এখন পর্যন্ত স্বর্ণপদক জিততে পারেনি। নেইমারকে ঘিরে এবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করার প্রত্যয় পেলের দেশের। ব্রাজিলের অলিম্পিক ফুটবল দলের কোচও আশা করছেন, নেইমারকে দিয়েই তারা চূড়ান্ত সাফল্য পাবে। ব্রাজিল যে অলিম্পিক ফুটবলের ট্রফি জিততে দৃঢ়প্রতিজ্ঞ তা স্পষ্ট হয়েছে নেইমারকে কোপায় না খেলিয়ে অলিম্পিকে রাখার মধ্য দিয়ে। ব্রাজিলের অলিম্পিক দলের কোচের দায়িত্ব পেয়েছেন অনুর্ধ ২০ দলের কোচ রজারিও মিকেলে। তিনি অলিম্পিকের জন্য রণপরিকল্পনা সাজাচ্ছেন নেইমারকে ঘিরে। সাংবাদিকদের মিকেলে বলেন, আমি নেইমারের ওপরে নির্ভর করতে চাই। পৃথিবীতে এমন কোন কোচ কি আছেন, যিনি তার দলে নেইমারকে চাইবেন না? কেউ কেউ হয় তো বলবেন যে নেইমারের ওপরে নির্ভর না করাই ভাল। কিন্তু আমি তাদের সঙ্গে একমত হব না। আমি সব সময় নেইমারের মতো খেলোয়াড়কে দলে চাইব। নেইমার নিজেও মুখিয়ে আছেন নিজের সেরাটা দিতে। একাধিকবার ব্রাজিল অধিনায়ক বলেছেন, এবার ফুটবলে স্বর্ণ পদক চায় আমরা। অলিম্পিক ফুটবলে ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও ব্রাজিলের প্রতিপক্ষ ডেনমার্ক ও ইরাক। ১৬ দল চার গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘বি’ গ্রুপে লড়বে সুইডেন, কলম্বিয়া, নাইজিরিয়া, জাপান। ‘সি’ গ্রুপের দলগুলো হলো ফিজি, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও জার্মানি এবং ‘ডি’ গ্রুপে আছে হুন্ডুরাস, আলজিরিয়া, পর্তুগাল ও আর্জেন্টিনা। নেইমার ছাড়াও এবারের গেমসে বড় তারকাদের অন্যতম ব্রাজিলের ফিলিপ এ্যান্ডারসন, রাফিনহা ও মারকুইনহোস। নাইজিরিয়াল জন ওবি মিকেলের দিকেও দৃষ্টি থাকছে সবার। অলিম্পিক ফুটবলের পুরুষ ইভেন্টে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। চার বছর আগে লন্ডনে নেইমার, অস্কার, হাল্ক, থিয়াগো সিলভা, মার্সেলোদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিলকে ফাইনালে ২-১ গোলে হারিয়েছিল তারা। মহিলা ইভেন্টের বর্তমান স্বর্ণ জয়ী যুক্তরাষ্ট্র। এবারও সেরা সাফল্য ধরে রাখার লক্ষ্যে রিওতে এসেছেন হোপ সোলো, কার্লি লয়েডরা। ব্রাজিলের অলিম্পিক ফুটবলে সেরা সাফল্য ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালে রৌপ্যপদক জয়। এবার নিজ দেশে স্বর্ণ পদক জয়ের মিশন নেইমারদের।
×