ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৮, ৪ আগস্ট ২০১৬

টুকরো খবর

১৬ বছর পর সোনাতলী পৌর নির্বাচন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ প্রতিষ্ঠার ১৬ বছর পর সোনাতলা পৌরসভার নির্বাচন জমে উঠেছে। ওই সময়ে তিন দফা পৌর নির্বাচন হয়েছে। কোন বারই সীমানা নির্ধারণ জটিলতার সুরাহা না হওয়ায় নির্বাচন হয়নি। এবারও পৌর নির্বাচনের সময় সোনাতলাকে বাদ রাখা হয়। বলা হয় সীমানা নির্ধারণ ঠিক হওয়ার পর নির্বাচন হবে। মাস দুয়েক আগে জটিলতা দূর হওয়ায় তফসিল ঘোষণা করা হয়েছে। ৭ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের শহীদুল বারী খান রব্বানী। বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ টি এম গোলাম রকিব এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর আলম নান্নু। প্রতি ওয়ার্ডে একজন করে কাউন্সিলরের মোট ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন। সংরক্ষিত ৩টি নারী আসনের প্রার্থী ১৮ জন। পাগলা কুকুরের কামড়ে আহত ৩০ স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে প্রায় ১১ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায় সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া, ফুরশাইল, বয়রাগাদী, মালখানগর, ফেগুনাসাসহ প্রায় ৬টি গ্রামে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৫/৬টি পাগলা কুকুর কমপক্ষে ৩০ জনকে কামড় দেয়। পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত গোড়াপীপাড়া গ্রামের রবিন, রুবেল হোসেন, হোসনে আরা, ফুরশাইল গ্রামের বাবু, আনিছ, আলম, মালখানগর গ্রামের জসিম, আওলাদ, আরতী ধর, ফেগুনাসা গ্রামের রুবিনা এবং বয়রাগাদী গ্রামের জামাল শেখকে ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দুলাল হেসেন জানান, আহত অনেক রোগীই স্বাস্থ্য কেন্দ্রে এসেছিল। কিন্তু প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় তাদের চিকিৎসা দিতে পারিনি। কলেজ সরকারীকরণ দাবিতে অবরোধ নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৩ আগস্ট ॥ নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণের দাবিতে ফের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শিক্ষার্থীরা অবরোধ সৃষ্টি করে। এ কলেজের শত শত শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র এবং এলাকার জনসাধারণ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট বাইপাস সড়কে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে এ অবরোধে জমায়েত হয়। এর আগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলসহ বাইপাস সড়কে সমবেত হয়। পরে ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করলে সড়কের দু’পাশে ২ কিলোমিটার র্দীঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকতুল আলম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচএম আবু তৈয়ব, দেলোয়ার হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, মাসুদ রানা, গিয়াজ উদ্দিন রায়হান প্রমুখ। নদীতে নিখোঁজ দুই যুবকের মৃতদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ আগস্ট ॥ সাভারে পিকনিকের উদ্দেশে নৌকা ভ্রমণে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিরুলিয়ার তুরাগ নদীর ঘটনাস্থল থেকে অনুমান ২ কিলোমিটার দূরে মৃতদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মকর্তা হাবিবুর রহমান । এরা হলো- গাজীপুর জেলার জয়দেবপুর থানার বারি-া এলাকার ওয়ালিউল্লার ছেলে মিজানুর রহমান ও একই এলাকার কুদরত আলী মোল্লার ছেলে মিনহাজ উদ্দিন মোল্লা। এদের মধ্যে মিজান মুদি দোকানদার ও মিনহাজ ডেকোরেটর ব্যবসায়ী। জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর থেকে ২০/২৫ যুবক পিকনিকের উদ্দেশে নৌকা ভ্রমণে আসে বিরুলিয়া ইউনিয়নের তুরাগ নদীতে। এ সময় ওই দু’ যুবক তুরাগ নদীর শ্মশানঘাটে গোলস করতে নামলে পানির প্রবল ¯্র্েরাতে তলিয়ে যায়। থানা চত্বরে ইয়াবাসহ আটক দুই নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ আগস্ট ॥ বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার বেলা ১১ টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকি জানান, একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো- আনোয়ার হোসেন ও ট্রাকের চালক বাবুল হোসেন। তারা দু’জনই রাজশাহীর বাসিন্দা। হেরোইনসহ আটক দুই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে ডিবির ওসি বাবুল আখতারের নেতৃত্বে জলঢাকা উপজেলা দুর্গম এলাকা হিসাবে পরিচিত শৌলমারী ইউনিয়নের গড়েরডাঙ্গা হতে এদের আটক ও উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো ওই গ্রামের মৃত নরেন্দ্র নাথ ঋষির ছেলে সুবোধ কুমার ঋষি ও মৃত আলতাফ উদ্দিনের ছেলে ফরহাদ জামান নিশান। বোমাসহ চার ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ আগস্ট ॥ কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বোমসহ চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে মিরপুর উপজেলার মিরপুর-চিথলিয়া সড়কে এলএসবি ব্রিকফিল্ডের কাছে ডাকাতির প্রস্তুতিকালে তাদের পাকড়াও করা হয়। আটককৃতরা হলো, দৌলতপুর উপজেলা শরিষাডুলি গ্রামের মেকান্দার রহমানের ছেলে মতিউর রহমান, একই উপজেলার আদাবাড়িয়া গ্রামের মৃত খোদাবক্সর ছেলে শরিফুল ইসলাম, গোয়াল গ্রামের তমেজ মোল্লার ছেলে রুবেল আহমেদ ও মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিয়াজুল ইসলাম। নৌকা ডুবে মৎস্যজীবীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ আগস্ট ॥ চলনবিলে ঝড়ের কবলে পড়ে ভুট্টু মিয়া (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে দুই জেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ভুট্টু মিয়া উপজেলার তেলিগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার জেকের আলী ও শাহাদাৎ হোসেন। মঙ্গলবার রাতে সিংড়ার চলন বিলে এ ঘটনা ঘটে। থানা চত্বরে অস্ত্রসহ দুই যুবক আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ আগস্ট ॥ সদর থানা চত্বর থেকে বুধবার সকালে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, শহরের বঙ্গজল এলাকার আব্দুল বারির ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর আলম বাবু এবং নিচাবাজার চৌধুরী পাড়ার লতিফুল ইসলাম শামিম চৌধুরীর ছেলে আব্দুল গালিব চৌধুরী। পুলিশ জানায়, গত তিন দিন আগে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল আটক করে থানায় আনে পুলিশ। বুধবার সেই মোটরসাইকেলের কাগজপত্র থানায় দেখাতে আসে বাবু ও গালিব নামের দুই যুবক। এ সময় পুলিশের সন্দেহ হলে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ আগস্ট ॥ বিদেশী পিস্তলসহ লিটন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে নগরীর রেসকোর্স এলাকার ধানম-ি সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সে ধানম-ি সড়কের তোফাজ্জল ইসলামের ছেলে। ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ আগস্ট ॥ শেরপুরে এক হতদরিদ্র পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী যুবতীকে (২৫) ধর্ষণের ঘটনায় ধর্ষক হানিফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের দিঘারপাড় মহল্লার কান্দু মিয়ার ছেলে। বুধবার দুপুরে গ্রেফতার হওয়া হানিফ মিয়াকে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জান যায়, দিঘারপাড় মহল্লার হতদরিদ্র পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী (উভয় চোখ অন্ধ) যুবতীকে বিয়ের প্রলোভনে প্রলুব্ধ করে ২৪ জুলাই বিকেলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে পাশের বাড়ির বিবাহিত লম্পট হানিফ মিয়া। মাদকের পাশাপাশি মিয়ানমার থেকে আসছে সিগারেট স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের পাশাপাশি মিয়ানমার থেকে আসা শুরু হয়েছে নিম্নমানের সিগারেটও। অসাধু কালোবাজারিদের মাধ্যমে দেশে ঢুকে পড়ছে এগুলো। চোরাই পথে আসায় নিম্নমানের এ সিগারেট দক্ষিণ চট্টগ্রামে বেশ সহজলভ্য। ফলে সাতকানিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিভিন্ন বাজারে দেদারছে বিক্রি হচ্ছে। টেকনাফ সীমান্ত দিয়ে অবাধে আসছে ‘মার্বেল’ ব্র্যান্ডের বার্মিজ সিগারেট। দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও মহেশখালী, চকরিয়া, উখিয়া ও কুতুবদিয়ায় এই সিগারেটে বেশ সহজে মিলছে। ২০ শলাকার প্যাকেটের দাম ২০ থেকে ৩০ টাকা। গত ছয় মাসে টেকনাফ সীমান্ত পথে অন্তত ৫০ কোটি শলাকা মার্বেল ব্র্যান্ডের বার্মিজ সিগারেট দেশে প্রবেশ করেছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে। সংঘবদ্ধ চোরাকারবারিরা প্রশাসনকে ম্যানেজ করে এই সিগারেট প্রবেশ করাচ্ছে বলে অভিযোগ আছে। চোরাই পথে আসছে বিধায় এতে ‘রাজস্ব স্ট্যাম্প’ সংযুক্ত নেই। ফলে সরকারও এর থেকে কোন ধরনের রাজস্ব পাচ্ছে না। ছুরিকাঘাতে পুলিশ আহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বুধবার ভোর সাড়ে পাঁচটায় সিলেটের ক্বীনব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী পুলিশ আহত হয়েছে। এ সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবলের নাম শাপলা বেগম। জানা যায়, বুধবার ভোর পাঁচটার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ক্বীনব্রিজের উত্তর পাশে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা শাপলা বেগমকে ছুরিকাহত করে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। পালানোর সময় শাপলা বেগমের চিৎকারে সুরমা পয়েন্টের দায়িত্বরত পুলিশ দৌড়ে এসে তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- শিপন, ফারুক আহমদ সাগর ও ইমন আহমদ। অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩ আগস্ট ॥ জয়পুরহাট পৌর এলাকার সদর রাস্তায় গ্র্যাজুয়েট ডায়াগনস্টিকস এ্যান্ড কনসালটেন্সি সেন্টারের ল্যাবরেটরিতে অগ্নিকা-ের ঘটনায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার ভোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। গ্র্যাজুয়েট ডায়াগনস্টিকস এ্যান্ড কনসালটেন্সি সেন্টারের নৈশ্যপ্রহরী সোহাগ হোসেন জানান, ল্যাবরেটরিতে বিকট শব্দ হওয়ার পর ধোঁয়া দেখা যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের রামুতে খালে নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃতদেহ তিন দিনের মাথায় উদ্ধার হয়েছে। নিহত রিয়াজ উদ্দিন (১১) রামুর রাজারকুল নয়াপাড়ার মোহাম্মদ হোসেনের পুত্র এবং হালদারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বুধবার বেলা ১১টায় রাজারকুল কাঁঠালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নতুনখালের তিন মোহনায় সেতুর নিচ থেকে ওই শিশু ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার রিয়াজ উদ্দিন নতুনখালে খেলা করার সময় ডুবে যায়। রাঙ্গামাটি পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩ আগস্ট ॥ ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৯২ কোটি তিন লাখ ৮৪ হাজার ৮২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাজেট পাঠ করেন কাউন্সিলর বিল্লাল হোসেন। মেয়র আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সনাক সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশন সদস্য নিরুপা দেওয়ান, টিআইবির সহসভাপতি অমলেন্দু হাওলাদার প্রমুখ। রংপুরে শিবির নেতা আটক সংবাদদাতা, রংপুর, ৩ আগস্ট ॥ গঙ্গাচড়া উপজেলায় নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সুরা সদস্য গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গঙ্গাচড়া উপজেলার ভুটকা গ্রামে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গঙ্গাচড়া উপজলোর ভুটকা গ্রামের গোলাম মোস্তফার পুত্র। বোমা বানাতে গিয়ে প্রাণ গেল যুবকের নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ আগস্ট ॥ মেহেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে সাহারুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারুল কাজীপুর গ্রামের ফুলতলাপাড়ার বাসিন্দা। নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে সাহারুল নামের ওই যুবকের মৃত্যু হয়। বিদেশী নাগরিক আটক নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৩ আগস্ট ॥ ভারত থেকে বাংলাদেশের ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওবাউনমি (৩৫ ) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মজুমদার হাট সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
×