ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিবির নেতা নাম বদলে এখন ছাত্রলীগের সহ-সম্পাদক

প্রকাশিত: ০৬:২৫, ৪ আগস্ট ২০১৬

শিবির নেতা নাম বদলে এখন ছাত্রলীগের সহ-সম্পাদক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার শিবির নেতা জমাদার ফারুক ঢাকায় গিয়ে নাম পরিবর্তন করে কাজী ফারুক নামে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার কালিগঞ্জ উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে বলা হয়, কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের শিবির নেতা জমাদার ফারুক এখন কাজী ফারুক নামে পরিচিত। তার বাব-মা দু’জনই জামায়াতের কর্মী। তার মা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জামায়াতের পক্ষে কাজ করেন এবং আওয়ামী লীগের সম্পর্কে এলাকায় বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করেন। ফারুক পূর্বে স্থানীয় জামায়াত-বিএনপির সঙ্গে কাজ করত এবং বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ছিল। অনেক লোকজনকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ টাকা উপার্জন করে নিজেকে বাঁচাতে ঢাকায় গিয়ে সে ছাত্রলীগ হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হয়ে সে জামায়াত-শিবিরের পক্ষে কাজ করছে। তিনি তদন্তপূর্বক জমাদার ফারুককে দল থেকে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক এবং সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাজী আবু হানিফ ও যুবলীগ সদস্য মীর ওলি প্রমুখ। শিক্ষা সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩ আগস্ট ॥ বুধবার দুপুরে রোটারি ক্লাব অব মাগুরার আয়োজনে মাগুরার এএন বালিকা বিদ্যালয়ের ২৫০ দরিদ্র ছাত্রীর মধ্যে স্কুলব্যাগসহ শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব আবর্তন ঢাকা, রোটারি ক্লাব অব সুগন্ধা, ঝালকাঠি এবং রোটারি ক্লাব অব ঢাকা আপটাউনের সহযোগিতায় মাগুরা এএন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল। রোটারি ক্লাব অব মাগুরার সভাপতি রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ঢাকা আপটাউনের সাবেক সভাপতি আতিকুর রহমান এবং স্কুলের প্রধান শিক্ষিকা রিজিয়া বেগম। ১৯২ উদ্যোক্তাকে প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রতিবেদন লেখায় প্রশিক্ষিত করা হচ্ছে যশোরের ৯৬ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১৯২ জন উদ্যোক্তাকে। তৃণমূলে সরকারের উন্নয়ন কর্মকা- ও সাফল্যের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে যথাযথ ও সুন্দরভাবে তুলে ধরার লক্ষ্যে তাদের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) উদ্যোগে চলছে এ প্রশিক্ষণ। বুধবার সরকারী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। আয়োজকরা জানান, এ জেলায় মোট ৯৬ ইউডিসি রয়েছে। প্রত্যেক ইউনিয়নে ২ জন উদ্যোক্তা রয়েছে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার ভোরে ও বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার শ্রীমন্তপুর এলাকার মৃত আবদুল মান্নানের স্ত্রী আনোয়ারা বেগম বানু, একই এলাকার মাওলানা ইসরাইলের স্ত্রী মাবিয়া বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাতখালি গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী আলেয়া বেগম। গাজীপুরে যুবক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, বুধবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফজলে রশিদ রাব্বি (১৮) নামে এক কলেজছাত্র নিহত ও রকি নামে আরও একজন আহত হয়েছেন। মেহেরপুরে ট্রলিচালক নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সানোয়ার হোসেন (৪৫) ট্রলিচালক নিহত হয়েছেন। বুধবার মুজিবনগরে নাজিরাকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
×