ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্যানারি মালিকদের জরিমানা আদায়ে পিছপা হবে না সরকার ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৩, ৪ আগস্ট ২০১৬

ট্যানারি মালিকদের জরিমানা আদায়ে পিছপা হবে না সরকার ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ আগস্ট ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার অস্ত্রধারী জঙ্গীদের মোকাবেলা করতে পারলে ট্যানারির কন্ট্রাক্টরদেরও কঠোরভাবে মোকাবেলা করতে পারবে। বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরী ট্যানারির সিইটিপি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় ট্যানারি মালিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী আগামী কোরবানি ঈদের আগে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সব ট্যানারি সাভারে হস্তান্তরের জন্য মালিকদের আহ্বান জানিয়ে বলেন, ট্যানারির জন্য সব নদী দূষণ হচ্ছে। ঢাকা শহরের মানুষ নিঃশ^াস নিতে কষ্ট পাচ্ছে। হাইকোর্টের নির্দেশে প্রতিদিন ট্যানারির মালিকদের যে ১০ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে, কারোর চাপে তাতে পিছপা হবে না বর্তমান সরকার। এ সময় তিনি ট্যানারি হস্তান্তরে অগ্রগতি না থাকায় মালিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। আলোচনা সভায় মালিকরাও এ সময় ট্যানারি হস্তান্তর নিয়ে বিভিন্ন সমস্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রীও তাদের সমস্যার সমাধানের আশ^াস দেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ । পিনাক-৬ ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষ আজ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ আগস্ট ॥ পিনাক-৬ ট্র্যাজেডির ২ বছর হলেও দোষীরা আজও সাজা পায়নি। তাই চোখের পানিই এখন স্বজনহারাদের সম্বল। এদের সান্ত¡না দেয়ারও কেউ নেই। ২০১৪ সালের ৪ আগস্ট পদ্মা নদীর মাঝে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামের অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চ। প্রতিবছর এ দিনটি এলেই পদ্মাপাড়ে শোনা যায় স্বজনদের আর্তনাদ। মাদারীপুর জেলার শিবচরে স্বজন হারানো কয়েকটি পরিবারের বাড়ির চারপাশজুড়ে এখনও বিষাদের ছায়া লক্ষ্য করা যায়। বন্যার্তদের পাশে ইসলামী ব্যাংক বন্যাদুর্গত মানুষের মাঝে ৫ কোটি টাকার ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিভিন্ন জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাংকের স্থানীয় শাখার মাধ্যমে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও জীবনধারণের উপকরণ বিতরণ করা হচ্ছে। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চরের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে গাইবান্ধার কামারজানি, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার উদ্দামারী এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এ দিন ১৫০০ এর অধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, পরিচালক প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান, ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মোশাররফ হোসাইন, রংপুর জোন প্রধান মোহাম্মদ শহীদ উল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি। শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩ আগস্ট ॥ মাদকের কুফল ও প্রতিকারের ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর পুলিশ সুপারের উদ্যোগে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কোরান শরীফ, জাতির জনকের জীবনী, বাংলা অভিধান ও গাছের চারা বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অশরাফুজ্জামান। তথ্য ফরম বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে। বুধবার মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম এ ফরম বিতরণের সূচনা করেন। বেলা ১১টার দিকে নগরীর উপশহর এলাকায় উপস্থিত থেকে এ নিবন্ধন ফরম বিতরণ করেন কমিশনার। তিনি উপশহর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়া নিবন্ধন ফরম ও মেস সদস্য নিবন্ধন ফরম বিতরণ করেন। তিনি বলেন, নগরীর প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা দেয়ার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
×