ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ষণে পটুয়াখালীতে আমন বীজতলার ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৬:২২, ৪ আগস্ট ২০১৬

বর্ষণে পটুয়াখালীতে আমন বীজতলার ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ অতিবৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে পটুয়াখালী জেলার বহু এলাকার আমন বীজতলাসহ বিভিন্ন ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছে। এরই মধ্যে জেলার পাঁচ উপজেলার বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে আড়াইশ’ কেজি বীজধান বিতরণ করেছে কৃষি বিভাগ। আরও কিছু বীজ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জেলায় এবার ১৬ হাজার হেক্টর জমিতে আমন বীজতলা তৈরি করা হয়েছে। কিন্তু গত মাসাধিক কাল ধরে চলছে লাগাতার বর্ষণ। তার ওপরে চলছে জোয়ারের জলোচ্ছ্বাস। জেলার কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় সেসব জায়গা দিয়ে অনায়াসে ঢুকছে নদী-সাগরের পানি। এছাড়া স্লুইসগেট আটকে রেখে বড়বাইশদিয়া, চরমোন্তাজসহ কয়েকটি এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ রয়েছে। ফলে অনেক এলাকায় বীজতলা পানির নিচে ডুবে গেছে। পচন ধরে নষ্ট হয়ে গেছে বীজতলা। কর্তৃপক্ষের হিসাব মতে এতে সাতশ’ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। সরেজমিনে রাঙ্গাবালী এলাকা ঘুরে দেখা গেছে, গত এক মাসের টানা বর্ষণ ও জোয়ারের পানিতে উপজেলার বাহেরচর, কাজিরহাওলা, গঙ্গিপাড়া, পুলঘাট, নেতা, ছোটবাইশদিয়ার চতলাখালী, গহিনখালী, চরতোজাম্মেল, চরইমারশন, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও বড়বাইশদিয়াসহ অন্তত ২৫টি গ্রামের আমন ক্ষেত হাঁটু-কোমর সমান পানিতে তলিয়ে গেছে। ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার শ্রীপুর গ্রামের ব্যবসায়ী আবদুল মান্নান হত্যাকা-ের বিচার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। বুধবার দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী দ্রুত আসামিদের গ্রেফতার দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা মুনতাজ সরকার, নিহত মান্নানের স্ত্রী নারগিস খাতুন, ছেলে রুবেল হোসেন, ভাতিজা আবদুর রাজ্জাক প্রমুখ। তারা বলেন, আবদুল মান্নানকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাজারে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু পুলিশ মামলার আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা এখন এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নেয়ার জন্য বাদীপক্ষকে হুমকিও দেয়া হচ্ছে। এ নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। টেকনাফে বাদীকে হুমকি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রতিবন্ধী মেয়ের ধর্ষণ ঘটনার বিচার চেয়ে মামলা করায় প্রবাসীর স্ত্রীকে হুমকি দিচ্ছে চিহ্নিত এক সন্ত্রাসী। গৃহকর্তার অনুপস্থিতিতে অসহায় মহিলা এর পরিত্রাণ চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। জানা যায়, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় তার স্ত্রী প্রতিবন্ধী মেয়ে নিয়ে বসবাস করছেন। স্থানীয় বখাটে তিন সন্তানের জনক হাসান কৌশলে ওই মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সালিশে বসেন। মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে হাসানকে শনাক্ত করে। তবে হাসান বৈঠকে ঘটনাটি অস্বীকার করায় প্রতিবন্ধীর মা বাদী হয়ে হাসানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ত্রাসী হাসান বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
×