ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরায় নতুন পাটের বাজারে তেজীভাব

প্রকাশিত: ০৬:২০, ৪ আগস্ট ২০১৬

মাগুরায় নতুন পাটের বাজারে তেজীভাব

মাগুরায় নতুন পাটের বাজারে তেজীভাব বিরাজ করায় কৃষকের মুখে হাসি ফুটেছে। জেলার বিভিন্ন হাট ও বাজারে পাট প্রতিমণ (৪০ কেজি ) ১৬শ’ টাকা থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পাট কাটা চলছে পুরোদমে। জানা গেছে, জেলার নাকোল, নতুন বাজার, সীমাখালী, নহাটা, আড়পাড়া, সাচিলাপুর, বুনাগাতি, শক্রজিৎপুর, খামারপাড়া, বিনোদপুর, ধোয়াইল, লাঙ্গলবান্ধ, সাচিলাপুর, রাধানগর প্রভৃতি হাটে নতুন পাটের ব্যাপক আমদানি হচ্ছে। প্রতিমণ পাট প্রকার ভেদে ১৬শ’ টাকা থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে পাট কেটে জাগ দেয়া, ধোয়া ও শুকানোর কাজ কাজ চলছে। দাম ভাল হওয়ায় কৃষক পাট বিক্রি করে লাভবান হতে পারছে। খরচ বাদে তাদের লাভ হচ্ছে। তবে কৃষকের শংকা এই দাম কতদিন থাকবে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় চলতি মৌসুমে ২৮ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। -নিজস্ব সংবাদদাতা, মাগুরা সাভারে চামড়া শিল্প স্থানান্তর অগ্রগতিতে খাদ্যমন্ত্রীর অসন্তোষ সাভারে চামড়া শিল্পের অবকাঠামো কার্যক্রমের অগ্রগতি বিবেচনায় কোরবানির ঈদের আগে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ শুরু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার দুপুরে সাভারে ট্যানারি শিল্প নগরীর কাজের অগ্রগতি পরিদর্শনে শেষে একথা বলেন তিনি। ট্যানারির মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, প্রায় ৫ বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনারা যে অগ্রগতি দেখাচ্ছেন সেটি সন্তোষজনক নয়। আর আপনারা বলছেন, ৩০টি ট্যানারির কাজ কোরবানি ঈদের আগে শুরু করবেন। কিন্তু আমার মনে হয় আপনারা আগামী মাসের ১২ তারিখের মধ্যে কোন অবস্থাতেই শুরু করতে পারবেন না। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, আদালতের আদেশ অনুযায়ী ট্যানারি কারখানা সাভারে স্থানান্তর না হলে কারখানা মালিকদের জরিমানা গুনতেই হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×