ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার

বছরের শুরুতেই রেমিটেন্সে ধাক্কা

প্রকাশিত: ০৬:১৮, ৪ আগস্ট ২০১৬

বছরের শুরুতেই রেমিটেন্সে ধাক্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের শুরুতেই ধাক্কা খেল প্রাবাসী আয়। সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমে গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ৪১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স কম এসেছে। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১শ কোটি ৫৪ লাখ ডলারের কিছু বেশি। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ৪১ লাখ ডলার এবং গত জুন মাসের তুলনায় ৪৬ কোটি ৪ লাখ ডলার কম। জনশক্তি রফতানিতে মন্দাবস্থা, তেলের দরপতন, বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের ফেরত আসা ও দেশে মন্দা পরিস্থিতির কারণেই রেমিটেন্স আহরণ কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব কারণেই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ থেকেই রেমিটেন্স কমছে। গত ২০১৫-১৬ অর্থবছরে ২০১৪-১৫র তুলনায় দেশে ৫ দশমিক ৭ শতাংশ রেমিটেন্স কম এসেছে। ২০১৫-১৬ অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে এক হাজার ৪৯২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। যা তার আগের অর্থবছর ২০১৪-১৫ তে ছিল ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার। সে হিসাবে সদ্যসমাপ্ত অর্থবছওে রেমিটেন্স কমেছে ৩৯ কোটি ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ। রেমিটেন্স সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩১ কোটি ২৪ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯৬ লাখ ডলার, বেসরকারী ব্যাংকগুলোর মাধ্রমে ৬৭ কোটি ডলার, বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৩০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। বরাবরের মতোই বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারী খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ২৫ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ২১ লাখ ও সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
×