ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রীয় কোষাগারে সিডিবিলের অর্থ জমা

প্রকাশিত: ০৬:১৭, ৪ আগস্ট ২০১৬

রাষ্ট্রীয় কোষাগারে সিডিবিলের অর্থ জমা

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি বাবদ ২০১৫-১৬ অর্থবছরের ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪শ’ টাকা সরকারী কোষাগারে জমা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার লেনদেনে সকল তথ্য নিষ্পত্তি ও সংরক্ষণের ভা-ার হলো- সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। অর্থ মন্ত্রণালয়ে বুধবার জমা দেয়া চেকের তিনটির অনুলিপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। এ সময় বিএসইসি’র কমিশনার প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন, মোঃ আবদুস সালাম সিকদার, ড. স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন। বিও ফি বাবদ ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪শ’ টাকা তিনটি চেকের মধ্যে জমা দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে জুটস স্পিনার্সের অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জুট স্পিনার্সের কাছে সম্প্রতি শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ। জবাবে দর বাড়ার পেছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবস যাবৎ টানা বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৪ জুলাই এ কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৪ টাকা। আর ২ আগস্ট দর বেড়ে লেনদেন হয়েছে ৬৩.২০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানির দর বেড়েছে ৯.২০ টাকা বা ১৭.০৪ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই। -অর্থনৈতিক রিপোর্টার
×