ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৬:১৬, ৪ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই রাষ্ট্রায়ত্ত কোম্পানি শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। এছাড়া শীর্ষ লেনদেনেরও বেশিরভাগই রাষ্টায়ত্ত কোম্পানি স্থান করে নিয়েছে। যদিও রেনউইক যজ্ঞেশ্বরের মতো স্বল্প মূলধনী কোম্পানি দরবৃদ্ধির শীর্ষে স্থান ধরে রেখেছে। তবে ভাল মৌলের শেয়ারের দরবৃদ্ধি বাজারকে স্থিতিশীলতার আভাস দিচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১১ কোটি ৩০ লাখ টাকার বেশি লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সারাদিনই সূচকের উর্ধমুখী প্রবণতা ছিল। দিনের শেষটাও হয়েছে একইভাবে। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম স্টিল, মবিল যমুনা বিডি, যমুনা অয়েল ও একমি ল্যাবরেটরিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল টিউবস, অলটেক্স, রেনউইক যজ্ঞেশ্বর, লিব্রা ইনফিউশন, ঢাকা ডাইং, কোহিনূর, আরামিট, উত্তরা ব্যাংক ও এমবি ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, প্রিমিয়ার সিমেন্ট, গ্রামীণ ফোন, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, কেয়া কসমেটিকস ও স্কয়ার ফার্মা।
×