ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল

প্রকাশিত: ০৬:১৫, ৪ আগস্ট ২০১৬

সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল

ভারতের উত্তর প্রদেশের বারানসীতে মঙ্গলবার নির্বাচনী প্রচার চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার রাতেই বারানসী থেকে এয়ার এ্যাম্বুলেন্সে দিল্লী নিয়ে আসা হয় তাকে। ভর্তি করা হয় সেনা হাসপাতালে। খবর জি নিউজ ও ওয়েবসাইটের। সোনিয়ার অসুস্থতার খবর পেয়ে টুইটারে আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারানসী মোদির নির্বাচনী কেন্দ্র। বারানসী সফরে সোনিয়ার সঙ্গে থাকা ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিতের সঙ্গে ফোনে কথা বলে কংগ্রেস সভানেত্রীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন মোদি। একইসঙ্গে চিকিৎসার জন্য সবরকম আশ্বাস দিয়েছেন তিনি। নোবেল জয়ী রসায়নবিদ জেবাইল আর নেই মিসরের নোবেল বিজয়ী রসায়নবিদ আহমেদ জেবাইল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। মিসরের প্রেসিডেন্ট কার্যালয় থেকে একথা বলা হয়েছে। খবর এএফপির। ার্কিন নাগরিকত্ব লাভ করা জেবাইল ১৯৯৯ সালে তার অনবদ্য গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। তিনিসহ তিন মিসরীয় নোবেল পুরস্কার পান। তিনি বিজ্ঞানে নোবেল বিজয়ী প্রথম মিসরীয় নাগরিক।
×