ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বামী হত্যায় স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:০৩, ৪ আগস্ট ২০১৬

স্বামী হত্যায় স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ আগারগাঁও আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার রাজ্জাক সরকার হত্যা মামলায় তার স্ত্রীসহ ২ জনের মৃত্যুদ-ের রায় দেয়া হয়েছে। বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় দেন। দ-িতরা হলেন, খুন হওয়া ব্যক্তির স্ত্রী ইয়াসমিন ফেরদৌস শিল্পী এবং শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু সাইফুল ইসলাম। সেই সঙ্গে রায়ে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছে ট্রাইব্যুনাল। দ-িতরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শিল্পী পাবনা জেলার চাটমোহর থানার বালুচর গ্রামের আঃ রাজ্জাক সরকারের মেয়ে এবং সাইফুল তার খালাত ভাই। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রাজ্জাকের নাবালিকা কন্যা প্রত্যক্ষদর্শী সুচিতা ও রুচিতা রয়েছে। খালাত ভাই সাইফুলের সাথে শিল্পীর অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় রাজ্জাককে বিষ মেশানো চা পান করানো হয়। এরপর সাইফুল ও শিল্পী দুজনে মিলে রাজ্জাককে শ^াসরোধ করে হত্যা করে। ইউসুফ মৃধার ৫ বছর কারাদ- কোর্ট রিপোর্টার ॥ পূর্ব রেলওয়ের বরখাস্তকৃত মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৫ বছরের কারাদ- দেয়া হয়েছে। ঢাকার নয় নম্বর বিশেষ জজ আমিনুল ইসলাম গতকাল বুধবার আসামিকে দুর্নীতি দমন আইনের একটি ধারায় ৩ বছর এবং অপর একটি ধারায় ২ বছরের জেল দেন। এর আগে কারাগারে থাকা আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ে আসামির ১৫ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তার আরও এক বছর কারাদ-ের নির্দেশ দেয়া হয়েছে। ৫ বছর জেল হলেও উভয় ধারার সাজা এক সঙ্গে চলবে বলে তিন বছর সাজা খাটতে হবে। চার বছর আগে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তখনকার সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ ধরা পড়ার পর রেলওয়ে কর্মকর্তা ইউসুফ মৃধার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। মৃধা ২০১২ সালে গ্রেফতার হন। ওই বছর এপ্রিলে তার কাছে সম্পদের তথ্য চেয়ে নোটিস দেয় দুদক।
×