ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ আগস্ট সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৬:০৩, ৪ আগস্ট ২০১৬

১৫ আগস্ট সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সারাদেশের সকল সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোগীরা রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচী গ্রহণ বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শোক দিবসের দিন সকাল ৭টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ধানম-িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ওষুধসহ মেডিক্যাল উপকরণ মজুদ রাখার নির্দেশ ॥ দেশের বন্যাকবলিত এলাকায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৬৯৬টি মেডিক্যাল টিম কাজ করছে। ইতোমধ্যে উপদ্রুত এলাকায় বিশ^ স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্বাস্থ্য অধিদফতর থেকে খাবার স্যালাইন, কলেরা স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি এবং দুর্গত এলাকায় চিকিৎসা কার্যক্রম সংক্রান্ত জরুরী বৈঠকে এ তথ্য জানানো হয়। নৌকাই ভরসা দেশের বেশ কয়েকটি নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়ায় সেখানের যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। ফলে বন্যাদুর্গত লোকদের সঙ্গে যোগাযোগ কিংবা ত্রাণসামগ্রী সরবরাহসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বন্যার পানিতে আটকেপড়া নারী-পুরুষ প্রয়োজনে সহজ পথে বাজার-ঘাটে কিংবা অন্যত্র যেতে পারছেন না। এ জন্য নৌকায় করে তাদের চলাচল করতে হচ্ছে। নৌকা ক্রয় করে ফিরছেন এক মাঝি। ছবিটি বসিলা থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। পুষ্টিতে ভরপুর বর্ষার মৌসুমে প্রকৃতিতে আমড়া, পেয়ারা, কামরাঙ্গা, করমচা প্রভৃতি ফলের আধিপত্য লক্ষ্য করা যায়। তবে এ মৌসুমে এ সব ফলের আধিক্যও লক্ষ্য করার মতন। এ সময় প্রায় প্রতিটি কাঁচাবাজারেই এই ফলগুলো পাওয়া যায়। ফলে অন্য সময়ের তুলনায় কিছুটা কম দামে ক্রয় করা সম্ভব হয়। রাজধানীর ধানম-ি এলাকায় একটি ভ্রাম্যমাণ ফলের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টক-মিষ্টি এই ফলগুলো পুষ্টিতে ভরপুর, স্বাস্থ্যকরও বটে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×