ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরিদ্র কৃষকের ছেলে শিহাবের কেমো দিতে আরও ২ লাখ টাকা প্রয়োজন

প্রকাশিত: ০৬:০১, ৪ আগস্ট ২০১৬

দরিদ্র কৃষকের ছেলে শিহাবের কেমো দিতে আরও ২ লাখ টাকা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র শিহাব আলীর (১১) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রথমে তার পায়ু পথে ক্যান্সার ধরা পড়েছে। গত ৮ মাস ধরে সে এই দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে তার কেমোথেরাপী চলছে। ২টি কেমোথেরাপি দেয়া হয়েছে। জরুরী ভিত্তিতে তাকে আরও ৪টি কেমোথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ধারদেনা করে তিন লাখ টাকার বেশি খরচ করা হয়েছে। চিকিৎসার জন্য আরও ২ লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রোগীর বাবা একজন দরিদ্র কৃষক। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায় শিহাবের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৪৮-৮১৮২৯৪। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×