ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁদরের সেলফির জন্য...

প্রকাশিত: ০৬:০১, ৪ আগস্ট ২০১৬

বাঁদরের সেলফির জন্য...

২০১১ সালে ইন্দোনেশিয়ার জঙ্গলে ঘুরতে ঘুরতে একবার নিজের ক্যামেরা ফেলে রেখে উঠে গিয়েছিলেন বন্যপ্রাণী ফটোগ্রাফার ডেভিড জে সø্যাটার। সেই ফাঁকে তার ক্যামেরা দিয়ে বেশ কয়েকটা সেলফি তুলে ফেলে ছয় বছরের বাঁদর নারুতো। পশু অধিকার রক্ষা সংগঠন দ্য পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অব এ্যানিম্যালস (পেটা) সেলফির পেটেন্ট নারুতোকে পাইয়ে দিতে মার্কিন আদালতে আবেদন করেছে। এর আগে একবার অবশ্য নারুতোর অধিকারের আবেদন নিম্ন আদালতে খারিজ হয়ে যায়। মানুষ নয়, এমন কোন প্রাণীকে কপিরাইট দেয়া যায় না বলে জানিয়ে দেয় আদালত। তাতে না দমে ফের আদালতের দ্বারস্থ হয়েছে পেটা। এই সেলফির পেটেন্ট অবশ্য দাবি করেছেন সø্যাটার ও তার কোম্পানিও। কিন্তু এর ফলে নারুতোর অধিকার খর্ব হচ্ছে বলে দাবি পেটার। তাদের বক্তব্য, ‘কপিরাইট আইনে এমন কিছু নেই যার জোরে মানুষ ছাড়া অন্য প্রাণীকে কপিরাইট দেয়া যেতে পারে না। এর আগে কখনও কপিরাইটের অধিকার মানুষ ছাড়া অন্য প্রাণীকে দেয়া হয়নি, মানে এমন নয় যে ভবিষ্যতেও কখনও তা দেয়া যাবে না।’ যদি তার তোলা সেলফির অধিকার নারুতো পেয়ে যায়, তাহলে এই প্রথম মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কপিরাইটের অধিকারী হবে। মানুষ ছাড়া অন্য প্রাণীর এখন পর্যন্ত খাদ্য, বাসস্থান, জল ও অসুস্থ অবস্থায় সেবা পাওয়ার অধিকার রয়েছে। নারুতোর মধ্য দিয়ে এবার কপিরাইটের অধিকার তাদের আয়ত্তে আসে কিনা, সেটাই দেখার। -টাইমস অব ইন্ডিয়া
×