ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বয়ংক্রিয় গাড়ি নামাচ্ছে সিঙ্গাপুর

প্রকাশিত: ০৬:০০, ৪ আগস্ট ২০১৬

স্বয়ংক্রিয় গাড়ি নামাচ্ছে সিঙ্গাপুর

এবার পরীক্ষামূলকভাবে রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ি নামাচ্ছে সিঙ্গাপুর। সে লক্ষ্যে সিঙ্গাপুর সরকার এমআইটি-সংশ্লিষ্ট উদ্যোক্তা প্রতিষ্ঠান ও গাড়ির ইলেক্ট্রনিক্স সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে। এর ফলে বিশ্বের প্রথম ‘স্মার্ট নেশন’ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর। ছয়টি আউডি নিয়ে গঠিত একটি ছোট গাড়িবহর দেশটির ব্যবসায়িক অঞ্চল ওয়ান নর্থ ধরে সাড়ে তিন মাইল পথ পাড়ি দেবে। নিরাপত্তার জন্য গাড়িগুলোতে প্রাথমিকভাবে চালক থাকলেও ২০১৯ সালের মধ্যেই দেশটি ক্রমান্বয়ে চালকের ভূমিকা উঠিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় বিবিসি। চুক্তির অন্যতম প্রতিষ্ঠান ডেলফি অটোমেটিভ জানায়, এ গাড়িগুলো যাতায়াত খরচ মাইলপ্রতি তিন ডলার থেকে কমিয়ে ৯০ সেন্টে নিয়ে আসবে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট গ্লেন ডি ভস জানান, ‘আমরা সুনিয়ন্ত্রিতভাবে ছোট আকারে শুরুতে একটি এবং ক্রমান্বয়ে ৩০, ৪০ বা ৫০টি গাড়ির একটি বহর তৈরির আশা রাখছি। এ পদক্ষেপটি ব্যাপক নজর কাড়ার মাধ্যমে এ প্রযুক্তিকে সামাজিক পর্যায়ে নিয়ে আসতে সহায়তা করবে।’ এ ছাড়াও পরবর্তীতে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ধরনের পাইলট প্রোগ্রাম চালানোর পরিকল্পনা প্রতিষ্ঠানটির রয়েছে বলেও জানান তিনি। - ওয়েবসাইট
×