ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় বিদ্যুতকেন্দ্র স্থাপনের অনুমোদন

প্রকাশিত: ০৬:০০, ৪ আগস্ট ২০১৬

খুলনায় বিদ্যুতকেন্দ্র স্থাপনের অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনায় দুই থেকে তিনশ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুতকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কাজ পেয়েছে চীনের কোম্পানি কনসোর্টিয়াম অব হার্বিং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং জিয়ানশু ইটার্ন কোম্পানি লিমিটেড। এই প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব কথা জানান। ওই সময় তিনি আরও বলেন, গাইবান্ধায় বেক্সিমকো পাওয়ার লিমিটেড ও টিবিইএ জিনজিয়াং সানওয়েসিস কোম্পানি লিমিটেডের স্থাপিত ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্রের বিদ্যুত কিনবে সরকার। এখান থেকে ২০ বছর বিদ্যুত সরবরাহ করা হবে। প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম পড়বে ১২ টাকা। জাপানের ইকি সোজি কোম্পানি লিমিটেড এবং সান সোলার পাওয়ার প্ল্যান্ট লিমিটেড সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৫ মেগাওয়াট পিক সৌরবিদ্যুত স্থাপনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। এখান থেকে ১১ দশমিক ১২ টাকা প্রতি কিলোওয়াট ঘণ্টা হিসাবে বিদ্যুত ক্রয় করা হবে।
×