ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গুলিতে শিক্ষার্থী নিহত

কুমিল্লা ভার্সিটির ৬ ছাত্র একদিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৯, ৪ আগস্ট ২০১৬

কুমিল্লা ভার্সিটির ৬ ছাত্র একদিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ আগস্ট ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় ছয় ছাত্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে তদন্ত কর্মকর্তা তাদের পাঁচদিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মার্কেটিং বিভাগ সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় বুধবার ছয়জনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডপ্রাপ্তরা হলো সিলেটের গোলাপগঞ্জের সাজেদ বাগিরঘাট গ্রামের আবদুল বাতেনের ছেলে গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও কুবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের বিষ্ণুপুর নোয়াপাড়া গ্রামের জহিরুল আলমের ছেলে ইংরেজী বিভাগের মাস্টার্সের ছাত্র জাহিদুল আলম, কক্সবাজারের কুতুবদিয়ার লেশখালী গ্রামের আবদুস সাত্তারের ছেলে লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আবুবকর ছিদ্দিক, চট্টগ্রামের মীরসরাইয়ের দুর্গাপুর গ্রামের মৃত বিমল নাথের ছেলে বিবিএ শেষ বর্ষের ছাত্র সুদীপ্ত নাথ, কুমিল্লার চৌদ্দগ্রামের চান্দিশকরা (মধ্যপাড়া) গ্রামের পরশ চন্দ্র দেবনাথের ছেলে বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ও কুবি ছাত্রলীগের সহসভাপতি রুপম চন্দ্র দেবনাথ, মাগুরার সাতদোহাপাড়া গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে নৃ-বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র সজন বরণ বিশ্বাস। এদিকে মামলার তদন্তকারী সংস্থা ডিবির ওসি একেএম মনজুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ বলেন, রিমান্ডপ্রাপ্তদের আগামী ২-১ দিনের মধ্যে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
×