ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গী কর্মকাণ্ড থেকে ফেরাতে ব্যর্থ হয়ে ‘বাইক হাসান’কে ডিভোর্স দেয় প্রথম স্ত্রী

প্রকাশিত: ০৫:৫৯, ৪ আগস্ট ২০১৬

জঙ্গী কর্মকাণ্ড থেকে ফেরাতে ব্যর্থ হয়ে ‘বাইক হাসান’কে ডিভোর্স দেয় প্রথম স্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘স্বামীকে জঙ্গী কর্মকা- থেকে ফেরাতে ব্যর্থ হয়েছি। আমাকেও জঙ্গী সদস্য হতে প্রচ- চাপ সৃষ্টি করা হয়েছিল। তাই বাধ্য হয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) ঘটিয়েছি। বিবাহ বিচ্ছেদের প্রায় এক বছর হতে চলল। তাই তার সঙ্গে কোন যোগাযোগ বা তার কোন খবর রাখি না। তবে বিবাহ বিচ্ছেদের পর সে এক নারী জঙ্গীকে বিয়ে করেছে এ খবর জানতাম। মরলে কি বাঁচলে কি- এ নিয়ে কিছু যায় আসে না।’ কথাগুলো নীলফামারী ডিবি পুলিশকে বলেন জঙ্গী নজরুল ওরফে ‘বাইক হাসান’র স্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীসহ ১১টি হত্যাকা-ে জড়িত জঙ্গী সদস্য নজরুল ওরফে বাইক হাসান। সোমবার গভীর রাতে রাজশাহীর খড়খড়ি আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এই জঙ্গী সদস্য। বিবাহ বিচ্ছেদের পর তার প্রথম স্ত্রী এখন নীলফামারীতে বাবার বাড়ি অবস্থান করছেন। পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জের সোনাহার গ্রামের যুবক নজরুল ইসলাম (২৮)। সে ওই গ্রামের আব্দুল্লাহ মিয়া ওরফে মুন্নার ছেলে। জঙ্গী গ্রুপে যোগ দেয়ার পর তাকে মোটরসাইকেল চালানোয় বিশেষ পারদর্শী হিসেবে গড়ে তোলা হয়। ফলে সে হত্যা মিশনের সময় অন্য জঙ্গীদের নিয়ে বিশেষ দক্ষতার সঙ্গে মোটরসাইকেল চালাত। ফলে তার নামের উপাধি হয় ‘বাইক হাসান’। তার চেহারা দেখতে একজন আলেমের মতো। মাথায় টুপি আর পরনে পায়জামা পাঞ্জাবি থাকত সব সময়। পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়, রংপুরে জাপানী নাগরিক হোশি কোনিও এবং রংপুরের কাউনিয়া মাজারের খাদেম রহমত আলী, রাবি শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মোট ১১ হত্যাকা-ে সরাসরি অংশ নেয় এই বাইক হাসান। সে ওই সব হত্যাকা-ে মোটরসাইকেল চালকের ভূমিকা পালন করে। পুলিশ জানায়, বাইক হাসানের দ্বিতীয় স্ত্রী নারী জঙ্গী সাজিদা আক্তারকে (২২) গত ৩ জুন রাতে টাঙ্গাইলের কালিহাতীর যোকারচর রেলগেটের পাশের একটি ভাড়া বাড়ি থেকে আটক করা হয়েছিল। এ সময় সাজিদার সঙ্গে রোজিনা বেগম (৩০) ও জান্নাতি ওরফে জেমি (১৮) নামে আরও দুই নারী জঙ্গী সদস্যকে আটক করা হয়। তারা জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য। আটকের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছোড়া, মোবাইল ফোন, মানুষ জবাই করার জিহাদী ভিডিওচিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়। সাজিদার সঙ্গে গ্রেফতার করা হয় রোজিনার স্বামী মোখছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজকে (৩৫)। তার বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাখবপুর ভূতমারা গ্রামে। জান্নাতি ওরফে জেমির স্বামী আবু সাইদ ওরফে সবুজ (২৪)। তার বাড়ি বগুড়ার শেরপুরের বাগরা কুসুমদী গ্রামে। সূত্রমতে, জঙ্গী সদস্য নজরুল ইসলাম ওরফে বাইক হাসানসহ দুজনকে ধরিয়ে দিতে গত ২৯ জুলাই এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাদের ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেয়া হয়েছিল। এরই মধ্যে রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত যুবকের পরিচয় খুঁজতে গিয়ে শনাক্ত করা হয় ওই পুরস্কার ঘোষিত জেএমবি সদস্য নজরুল ইসলাম ওরফে বাইক হাসান। রাজশাহীতে নিহত যুবক জেএমবি সদস্য ॥ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে সোমবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। পুলিশ বলছে, নিহত যুবক নজরুল ইসলাম ওরফে বাইক হাসান। সে জেএমবির সক্রিয় সদস্য। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল হত্যাসহ ১১টি হত্যা মামলার পলাতক আসামি। গত শুক্রবার তাকে ধরিয়ে দেয়ার জন্য রাজশাহী মহানগর পুলিশ এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল। বুধবার আরএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, বাইক হাসান জেএমবির দুর্ধর্ষ ক্যাডার। তার কাজ ছিল জেএমবির বিভিন্ন কিলিং মিশনে অংশ নেয়া ঘাতকদের মোটরসাইকেলে আনানেয়া করা। এ জন্যই সে জেএমবি ক্যাডারদের কাছে বাইক হাসান নামে পরিচিতি পেয়েছে।
×