ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

দাউদকান্দির ক্যাপ্টেন শহিদুল্লাহকে জেলে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৮, ৪ আগস্ট ২০১৬

দাউদকান্দির ক্যাপ্টেন শহিদুল্লাহকে জেলে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কুমিল্লার দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে (৭২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১৭ অক্টোবরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুর রহমান হাওলাদার। এর আগে বুধবার সকালে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। গত ২ আগস্ট ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। পরে বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবুল কালাম জানান, কুমিল্লার দাউদকান্দি থানাধীন গোপালেরচর গ্রামের জিন্নাত আলীর ছেলে মোঃ শহিদুল্লাহ। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ২টি মানবতাবিরোধী অভিযোগ রয়েছে। আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ পাওয়া যায়। জানা যায়, আসামি মোঃ শহিদুল্লাহ একাত্তরে দাউদকান্দিতে একটি পাক সেনাদের আর্মি ক্যাম্প স্থাপন করেন। তিনি সেই ক্যাম্পের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। একাত্তরে এই আসামি পাকিস্তানী সেনাবাহিনীতে চাকরি করতেন।
×