ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্র্যাককে ৪০৪ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ আপীল বিভাগের

প্রকাশিত: ০৫:৫২, ৪ আগস্ট ২০১৬

ব্র্যাককে ৪০৪ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ আপীল বিভাগের

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কাছে পাওনা হিসেবে ৪০৪ কোটি টাকা কর সরকারকে পরিশোধ করতে নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। এ সংক্রান্ত সরকারের করা আপীল মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ দুপুরে এ রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীরই শুনানি করেন। ব্র্যাকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মোঃ আসাদুজ্জামান। উল্লেখ্য, বার্ষিক একশ কোটি ডলার ব্যয় এবং লক্ষাধিক কর্মী নিয়ে বিশ্বের বৃহত্তম এনজিও বাংলাদেশের ব্র্যাক। ১৯৭২ সালে বাংলাদেশে শুরুর পর এখন বিশ্বের আরও ১১টি দেশে এই এনজিওটির কার্যক্রম বিস্তৃত। আদেশের পর রাষ্ট্র নিয়োজিত ডেপুটি এ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর শুভ্র সাংবাদিকদের বলেন, ‘ব্র্যাকের প্রদেয় আয়কর অব্যাহতিযোগ্য নয় বলে আপীল বিভাগ ১১টি আপীল মঞ্জুর করে রায় দিয়েছেন।’ এর ফলে ১১টি করবর্ষের জন্য আয়কর বাবদ ট্যাক্সেস আপীল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা ব্র্যাককে পরিশোধ করতে হবে। অন্যদিকে এ্যাডভোকেট আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘লিভ টু আপীল মঞ্জুরের আগে ও পরে প্রদেয় ওই অর্থ থেকে কিছু পরিশোধ করা হয়েছে। এটি মোট প্রদেয় অর্থের সঙ্গে সমন্বয় হবে।’ আপীল বিভাগের এই রায় পুনর্বিবেচনার আবেদন করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে। কর আপীল ট্রাইব্যুনাল চারশ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিলেও হাইকোর্টের রায়ে তা থেকে অব্যাহতি পেয়েছিল ব্র্যাক, কিন্তু আপীল বিভাগে রায় উল্টে যাওয়ায় ওই অর্থ পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশ তথা বিশ্বের বৃহত্তম এই এনজিওকে। গত ১১টি করবর্ষের জন্য বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) আয়কর বাবদ কর আপীল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা পরিশোধের সিদ্ধান্ত বহাল রেখে বুধবার রায় দিয়েছেন আপীল বিভাগ। ঢাকার কমিশনার অব ট্যাক্সেসের করা পৃথক ১১টি আপীল মঞ্জুর করে এ রায় দেয়া হয়। এর ফলে ১১টি করবর্ষের জন্য আয়কর বাবদ ট্যাক্সেস আপীল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা ব্র্যাককে পরিশোধ করতে হবে। মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময় ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস ওই প্রতিষ্ঠানের ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ করবর্ষের জন্য আয়কর নির্ধারণ করেন। তখন ব্র্যাক এ্যাপিলেট কমিশনারের কাছে আপীল করে। এ্যাপিলেট কমিশনার সংযোজন-বিয়োজন করে উপকর কমিশনারের ওই সিদ্ধান্ত বহাল রাখেন। এর বিরুদ্ধে ব্র্যাক আবেদন নিয়ে ট্যাক্সেস এ্যাপিলেট ট্রাইব্যুনাল যায়, যা দ্বিতীয় আপীল হিসেবে পরিচিত। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ব্র্যাকের প্রদেয় আয়কর নির্ধারিত হয় চারশ কোটি টাকার উপরে। তার বিরুদ্ধে ব্র্যাক হাইকোর্টে পৃথক ইনকাম ট্যাক্স রেফারেন্স আবেদন করে। ১১টি রেফারেন্স আপীলের ওপর শুনানি শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে ব্র্যাক ওই আয়কর অব্যাহতি পাওয়ার যোগ্য বলে ঘোষণা করে। এই রায়ের বিরুদ্ধে কমিশনার অব ট্যাক্সেস গত বছর ১১টি আপীলের আবেদন করে। শুনানি শেষে একই বছরের ১০ সেপ্টেম্বর আপীল বিভাগ ওই আবেদন মঞ্জুর করে এক বছরের মধ্যে চারটি সমান কিস্তিতে ওই আয়করের অর্ধেক দিতে ব্র্যাককে নির্দেশ দেয়। আপীলের আবেদন মঞ্জুরের ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ নিয়মিত আপীল করে, যা বুধবার শুনানির জন্য ওঠে।
×