ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীর মৃত্যু ধাওয়ায়, গণপিটুনিতে পুলিশ ॥ মাদকবিরোধী অভিযান নারায়ণগঞ্জে

প্রকাশিত: ০৫:৫১, ৪ আগস্ট ২০১৬

ব্যবসায়ীর মৃত্যু ধাওয়ায়, গণপিটুনিতে পুলিশ ॥ মাদকবিরোধী অভিযান নারায়ণগঞ্জে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ আগস্ট ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকায় পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে আব্দুল মতিন (৪০) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার ইটপাটকেল নিক্ষেপে ও গণপিটুনিতে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। তবে পুলিশের দাবি- আব্দুল মতিন মাদক ব্যবসায়ী। তাকে ধাওয়া দিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত কনস্টেবল আরিফুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার সুশনদা গ্রামের বজলুর রহমানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার বিকেলে সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুজ্জামান আরিফ মোটরসাইকেলে সোনারগাঁও উপজেলা সদরের রাইজদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে যান। এ সময় পান ব্যবসায়ী আব্দুল মতিন ও তার স্ত্রী বাড়িতে গরুর খড়কুটো কাটার সময় এএসআই ফখরুল পান ব্যবসায়ী আব্দুল মতিনকে ডাক দেন। আব্দুল মতিন ভয়ে দৌড়ে পালিয়ে যেতে গিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পানিতে ধস্তাধস্তির একপর্যায়ে আব্দুল মতিন পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির আধাঘণ্টা পর তার লাশ ভেসে উঠে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশ কনস্টেবল আরিফকে ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও গণপিটুনি দিলে সেও পানিতে লাফিয়ে পড়ে। পরে সে পুকুর থেকে উঠে দৌড়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আবার তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও নিহতের পরিবার জানিয়েছে, মতিন পান-সুপারি ব্যবসায়ী। মাদক ব্যবসা তো দূরের কথা, তার বিরুদ্ধে থানায় একটি মামলাও নেই। নিহতের ছোটভাই আব্দুল বাতেন জানান, তারা সকলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বড়ভাই আদমপুর বাজারে পান ও সুপারির ব্যবসা করতেন। এর আগে বিভিন্ন সময় এএসআই ফখরুল ইসলাম তার কাছ থেকে নানান অজুহাতে টাকা-পয়সা নিতেন। তার দাবি, পুলিশ পরিকল্পিতভাবে তার ভাইকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুর কাদের জানান, আব্দুল মতিন মাদক ব্যবসায়ী। উপজেলার রাইজদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে ও পানিতে ডুবিয়ে কনস্টেবল আরিফুজ্জামান আরিফের মৃত্যু ঘটায়।
×