ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বনভূমি রক্ষায় সহযোগিতা দেবে জাতিসংঘ

প্রকাশিত: ০২:৩১, ৩ আগস্ট ২০১৬

বনভূমি রক্ষায় সহযোগিতা দেবে জাতিসংঘ

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে বনভূমি রক্ষায় সহযোগিতা দেবে জাতিসংঘ। এই সহযোগিতার অংশ হিসেবে আরইডিডি প্লাস কর্মসূচি বাস্তবায়ন করবে সংস্থাটি। বুধবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এসব আলোচনা হয়েছে। বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় রাজধানীর হোটেল রেডিসনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ‘বন উজাড় ও বনের অবক্ষয় রোধ করার দ্বারা কার্বন নিঃসরণ হ্রাস”-সংক্ষেপে আরইডিডি+ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন, এই কর্মসূচি বর্তমানে জাতিসংঘের তিনটি সংস্থার সমন্বয়ে বিশ্বের ৬৪টি উন্নয়নশীল দেশে বাস্তবায়িত হচ্ছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার ইউএন-আরইডিডি বৈশ্বিক কার্যক্রমে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সম্প্রতি বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি অনুসারে যথাযথ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে বিশ্বসভায় বেশ সমাদৃত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিহত করার এই চলমান যুদ্ধে, বাংলাদেশ সরকারের মুখ্য সংস্থা তথা পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সাথে ইউএন-আরইডিডি বাংলাদেশ জাতীয় কর্মসূচি যুক্ত করেছে জাতিসংঘের বিশেষায়িত দুটি সংস্থাকে- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা জাতিসংঘের এই সংস্থাগুলো জাতীয় কর্মসূচি বাংলাদেশ সরকারকে আরইডিডি প্লাস নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সক্ষম করে তুলতে সকল প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম প্রদান করবে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডঃ কামাল উদ্দিন আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন থেমেসিস, এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি ডেভিড ডুলান, প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী প্রমুখ।
×