ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ নির্মূলে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৯:১৬, ৩ আগস্ট ২০১৬

জঙ্গীবাদ নির্মূলে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে দেশের সব গণমাধ্যমকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘গণমাধ্যম ও জঙ্গীবাদ’ শীর্ষক এক আলোচনা সভা থেকে এ আহ্বান জানানো হয়। ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণমাধ্যম রুখবেই জঙ্গীবাদ, প্রিয় বাংলাদেশ’ স্লোগানে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, যোগাযোগ বিশেষজ্ঞ ও বিভাগটির অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, বিভাগটির চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ।
×