ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলোচনায় বক্তারা

মুসলিম যুবকদের বিভ্রান্ত করে জঙ্গী বানানো হচ্ছে

প্রকাশিত: ০৯:১৫, ৩ আগস্ট ২০১৬

মুসলিম যুবকদের বিভ্রান্ত করে জঙ্গী বানানো হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদবিরোধী এক আলোচনাসভায় বক্তারা বলেছেন, মুসলিম যুবকদের জিহাদের নামে বিভ্রান্ত করে এবং নানা প্রলোভনের মাধ্যমে সন্ত্রাসী-জঙ্গী বানানো হচ্ছে। তাদের দিয়ে বিশ্বব্যাপী জঙ্গীবাদী তৎপরতা চালানো হচ্ছে। ফিলিস্তিন দখলের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টিকারী ইহুদিবাদী চক্র সুকৌশলে এই কাজটি করছে। বাংলাদেশসহ মুসলিম দেশগুলোতেও এ ধরনের তৎপরতা তারা চালাচ্ছে। এই জঙ্গীবাদী তৎপরতা স¤পূর্ণভাবে ইসলামের স্বার্থবিরোধী এবং ইহুদিদের মদদে এটা পরিচালিত হচ্ছে। ইউনাইটেড মুসলিম উম্মাহ বাংলাদেশ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমাদের সমাজ, দেশ, জাতি এবং ধর্ম থাকবে সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করে। ইউনাইটেড মুসলিম উম্মাহ বাংলাদেশের চেয়ারম্যান অলি উল্লাহ বুলবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও আইডিয়া মেকার মজুমদার মোহাম্মদ আমিন। বক্তারা জঙ্গীবাদী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন- মুসলিম যুবকদের এই পথ থেকে ফেরানোর জন্য ইসলামের সঠিক শিক্ষা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কার্যকর নয় মন্তব্য করে বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলামের অনুসারি মুসলমানদেরই বিশ্বব্যাপী ঐক্য গড়ে তুলে একটি বিশ্ব শান্তি সংস্থা প্রতিষ্ঠা করতে হবে। এতে আরও বক্তব্য রাখেন- মাওলানা মুজিবুর রহমান মাদানী (পীর সাহেব চাঁদপুর), মাওলানা ইয়াকুবী শরাফতি, প্রফেসর রাকিব খান, রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আবু সালেহ, খান টিপু সুলতান, আনোয়ার হোসাইন রানা, মাহতাব ফরাজী।
×