ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালমান এফ রহমানের বাড়ি নিলাম ৩ মাস স্থগিত

প্রকাশিত: ০৯:১৪, ৩ আগস্ট ২০১৬

সালমান এফ রহমানের বাড়ি নিলাম ৩ মাস স্থগিত

বিডিনিউজ ॥ খেলাপী ঋণ উদ্ধারে ব্যবসায়ী সালমান এফ রহমানের ধানম-ির বাড়ি নিলামের উদ্যোগ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ সেলিমের বেঞ্চ সোমবার এই স্থগিতাদেশ দিয়েছে বলে সালমান এফ রহমানের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছেন। সোনালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক ফনীন্দ্র ত্রিবেদীও আদালতের ওই নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার অফিস শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নিলাম প্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিত রাখতে আদালতের নির্দেশনা হাতে পেয়েছি। এজন্য বুধবার নিলাম অনুষ্ঠিত হচ্ছে না বলে জানান তিনি। জিএমজি এয়ারলাইন্সের নামে সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ না করায় বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান এবং তার বড় ভাই সোহেল এফ রহমানের মালিকানাধীন ধানম-ির ওই বাড়ি বন্ধকী সম্পত্তি হিসাবে নিলাম করে টাকা আদায়ের উদ্যোগ নিয়েছিল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মতিঝিলে ব্যাংকের লোকাল অফিসে রাখা বাক্সে ক্রয়ের দরপত্র জমা নেয়ার কথা ছিল।
×