ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল

বিজেএমসির বিরুদ্ধে আবাহনীর ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ০৮:৫৪, ৩ আগস্ট ২০১৬

বিজেএমসির বিরুদ্ধে আবাহনীর ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ লি জয়সূচক গোলদাতা, জয়ী আবাহনী। লি লাল কার্ডধারী, বিস্ময়ে বিমূঢ় আবাহনী। দ্বিতীয় সর্বাধিক ১১ বারের লীগ শিরোপাধারী ঢাকা আবাহনী লিমিটেড চলমান ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে প্রতি ম্যাচেই পয়েন্ট পাচ্ছে বা জিতছে। কিন্তু অতিকষ্টে, ন্যূনতম ব্যবধানে। মঙ্গলবারও তাই হলো। ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী জিতল ঘাম ঝরিয়ে। ১-০ গোলে টিম বিজেএমসিকে হারায় দলটি। ম্যাচ শেষে খেলার ফলের চেয়ে বেশি আলোচিত হয়েছে লি টাকের সেই আলোচিত লালকার্ড। তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে ঢাকা আবাহনী। সমান পয়েন্ট স্বাগতিক চট্টগ্রাম আবাহনীরও। তবে গোল তফাতে এগিয়ে থাকায় স্বাগতিকরাই শীর্ষে। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে দুইবারের লীগ চ্যাম্পিয়ন ‘সোনালী আঁশের দল’ খ্যাত বিজেএমসি। বলা যায়, বিনা পাপেই গুরুদ- পেলেন লি। ম্যাচের ৮০ মিনিট। বিজেএমসির মিডফিল্ডার মুকলেসুর রহমান মুকুল লি’কে ফাউল করেন। কিন্তু বিস্ময়করভাবে রেফারি জালাল উদ্দিন উল্টো লি’কেই হলুদ কার্ড দেখান। এতে লি উত্তেজিত হয়ে কিছু বললে জালাল তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন!
×