ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এপিএ চুক্তি স্বাক্ষরে কর্মকর্তা-কর্মচারীদের কমিটমেন্ট আরও বাড়বে ॥ সৈয়দ আশরাফ

প্রকাশিত: ০৮:৩৭, ৩ আগস্ট ২০১৬

এপিএ চুক্তি স্বাক্ষরে কর্মকর্তা-কর্মচারীদের কমিটমেন্ট আরও বাড়বে ॥ সৈয়দ আশরাফ

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন(এপিএ) চুক্তি স্বাক্ষরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে কমিটমেন্ট আরও বাড়বে। তিনি বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যেমন শপথ গ্রহণ করতে হয় তেমনি মন্ত্রী হওয়ার পরও শপথ গ্রহণ করতে হয়। এ শপথের মাধ্যমে আমরা জনগণ ও সরকারের কাছে যে কমিটমেন্ট করি তা বাস্তবায়ন করে থাকি।’ আশরাফ কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, এপিএ চুক্তি স্বাক্ষরিত না হলেও আপনাদের নিজ দায়িত্ব পালন করতে হতো। তবে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আপনাদের কাজের কমিটমেন্ট আরও বৃদ্ধি পাবে। সৈয়দ আশরাফ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংযুক্ত দফতর এবং সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৬-১৭ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর বাসস’র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক এমপি।
×